মরদ নেতা

-মোহাম্মদ নাসির উদ্দিন

∼∼∼∼∼∼∼∼∼∼∼∼

ধূলায় লুটিয়া নিচে ফেলে ছাতা,

নিদ্রাচ্ছন্ন কে রে তুই মরদ নেতা?

হাকিছে আজি সত্য পথের যাত্রীদল,

জাগ্রত হয়ে উড়াও নিশান ধরনী তল।

আজি শয়তান যত কালোপাখি

গিরীশসম ওদের অলীক শক্তি,

দ্বিপসম ওদের অসিত তুন্ড

গিলছে ওরা গোটা সমাজ মুন্ড।

তাদের পাণি বলে স্তব্ধ দ্বীনেশ

অকৈতব অঙ্ঘি আজি অচর বিনাশ,

তাদের হাতে জিম্মি আজি,

মুটে, মজুর, কুলি দেদার।

সত্য মেধ ঢাকা পড়ে মিথ্যা দাপটে

সত্য ঢাকার অর্থ ওরা ভরছে পকেটে,

গড়ছে ওরা অট্টালিকা ইটের ‘পরে ইট,

দ্বীনের রক্ত তারি মাঝে রহিল অটিট।

কাড়ছে ওরা থালার অন্ন ভরছে উদরে

ডাঙা হতে জলের মৎস মারছে শিকারে,

মিথ্যা ভয়ে ভীত রাখে সত্য অলিকুল

ওরাই সমাজ অশুচি অরি অসৎ কার্যমুল।

আয়রে উঠে মরদনেতা বাজা তুর প্রলয় শিঙ্গা,

মাররে ছোবল ওদের পায়ে নীল করে দে বিষভুজঙ্গা,

শয়তানী ঐ কালোপাখি ধররে আজি ডানা ঝাপটি,

গিরিশ মস্তক চূর্ণ করে ভূতল মাঝে দে রে লুটি।

আয়রে উঠে অভিনেতা তুদের কাছে ভিক্ষামাগি,

অট্টালিকায় জ্বালাও আজি সর্বনাশা আকর আগি,

থাকিসনা আর মিথ্যা ঘুমে নিঃস্ব জাতি কর রে আজাদ,

রচিত কর গুটা বিশ্বে সত্য শম পষ্প জান্নাত।

∼∼∼∼∼∼∼∼∼∼∼∼

পরিচিতি:

আমি একজন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। লেখালেখি আমার খুব পছন্দের একটি সখ। আমি নিয়মিত কবিতা লিখি। আমি দৈনিক ইত্তেফাক পত্রিকায় নিয়মিত শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে লিখে থাকি। আমার লিখা ইত্তেফাক পত্রিকার অনুশীলন পাতায় নিয়মিত প্রকাশিত হচ্ছে।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*