ঋণের বোঝা
-আব্দুস সাত্তার সুমন
∞∞∞∞∞∞∞∞∞∞∞
উর্ধ্বগতির বাজার এখন
স্বাধীন নাকি দেশ?
লুটেপুটে খাচ্ছে যারা
সুখে আছে বেশ।
আদা রসুন চিনি তেলের
হীরের মতন দাম,
পোনা মাছের কাঁটা যেন
সোনা রুপার নাম।
চালে ডালে নিত্যদিনের
দামের অতি তাপ,
বাড়ি ভাড়া, পানি, গ্যাসের
বাড়ছে যেন চাপ।
বেতন মোদের ক্ষুদ্র বাড়ে
হাজার প্রতি দুই,
বিবেক তাদের মরে গেছে
তালা মেরে রই।
ঋণের বোঝা বৃদ্ধি পাচ্ছে
শোধন করা দায়!
প্রভু তুমি রক্ষা কর
অভাব থেকে হায়।
∞∞∞∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতিঃ
আব্দুস সাত্তার সুমন। পিতার নামঃ আব্দুল মালেক মাতুব্বর (মৃত), মাতার নামঃ নাজমা বেগম। ‘বিবাহিত’ বর্তমানে এক ছেলে এক মেয়ে আছে, ঢাকা মিরপুরে কবির জন্ম, ১২ ডিসেম্বর ১৯৮৮ইং সালে তিনি জন্মগ্রহণ করেন। কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি থেকে হাদিসে মাস্টার্স শেষ করেন। কবিতা,ছড়া, গল্প, উপন্যাস, সাহিত্য নিয়ে লেখালেখি করেন। কবি একজন লেখক ও সংগঠক, তিনি আন্তর্জাতিক ইসলামিক সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং Asia Literature Council প্রতিষ্ঠাতা পরিচালক। তিনি IQRABD24.com এর প্রধান সম্পাদক। বর্তমানে ঢাকা ক্যান্টনমেন্টে বসবাস করেন।