কোথা সে বীর

-পীতবাস মণ্ডল

≈≈≈≈≈≈≈≈≈

সংগ্ৰাম থেমে গেছে সেই—– কবে !

সংগ্ৰামীরা একে একে নিভে গেছে অনাদরে ,

স্বাধীনতা এনে দিল যাঁরা—–

তাঁদের রক্তে লেখা ইতিহাস শুধু ধুলোময় !

বিপ্লবের লেলিহান খর্বিত কেন আজ ?

কোথা সে বীর ; খুঁজি বলো কোথায় !

শহীদের দৌলতে যদিও পরাধীনতা শিথিল ,

দামাল দধিচীরা একদিন ভেঙেছিল নিষ্ঠুর গরাদ

তাই এতো আলো এতো খুশি প্রবহমান ।

এমন আত্মত্যাগ আর দেখিনা দু’চোখে

বুকে শুধু জ্বলে আর নিভে যায় প্রতিবাদ ,

ওঁরা নেই ! পৃথিবীর পৃষ্ঠে তবু—–

প্রাণপাতে রেখে গেছেন বেঁচে থাকার অধিকার ।

ফিরে এলো না আর সে বসতির বীর সন্তান

হয়নি ভোগ করা যাঁদের স্বাধীনতার সুখ !

মনে কি আছে কারোর দিন শেষে ? সেই সেদিনের

সর্বত্যাগী দেশপ্রেমীর একনিষ্ঠ দেশাত্মবোধ ,

নাকি গতিময়তার গলধকরণে মূল্যহীন

বীরশ্রেষ্ঠের অমূল্য অবদানের অপার গুরুত্ব ।

আসে আর যায় স্বাধীনতার জন্মতিথি

আসে না ফিরে আর একটাও দেশনায়ক !

শোকের ক্ষতচিহ্নে মন আমার ভারাক্রান্ত

যদি পেতাম সম্মুখে তাঁরে একটিবার

শ্রদ্ধায় নুইয়ে মাথা মেটাতাম মনের ক্ষোভ ।

≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি –

নাম – পীতবাস মণ্ডল, গ্ৰাঃ+ পোঃ – যোগেশ গঞ্জ , জেলা উঃ ২৪ পরগনা । পেশায় সাধারণ কর্মজীবী । বাংলা সাহিত্যের প্রতি অগাধ ভালোবাসা আর পাঠকের অনুপ্রেরণা লিখতে ভাবায়

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*