উদ্দাম ভালবাসা
-খন্দকার আরশাদুল বারী
≈≈≈≈≈≈≈≈≈≈
কেবল তুমি আমি
আর উদ্দাম ভালোবাসা
অন্ধকারে ঢাকা ধরণী
প্রকৃতি নিশ্চুপ হারিয়েছে ভাষা।
পাঁচ আঙ্গুলের ফাঁকে
আরো পাঁচ আঙ্গুল
মুগ্ধ নয়ন শরীর বাঁকে
উতলা মন হতবিহবল!
উত্তাল সমুদ্রে জেগেছে ঢেউ
বিরান পাথার দেখেনি কেউ
দুটো শরীর মিশে হয়েছে এক
বাতাসে মিশেছে আশ্চর্য মেহেক!
অন্ধকার শুনসান নীরবতা
তুমি আমি আর উদ্দাম ভালোবাসা!
≈≈≈≈≈≈≈≈≈≈
পরিচিতিঃ
কবি ১৯৯২ সালের ডিসেম্বর মাসে জন্মগ্রহণ করেছেন রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বউলবাড়ী গ্রামে। তিনি পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এবং বর্তমানে শিক্ষকতা পেশার সঙ্গে জড়িত।
স্যার একজন অসাধারণ মানুষ।
সুন্দর 🥰