কবি হলাম কৈ!
-শ্রী স্বপন কুমার দাস
≈≈≈≈≈≈≈≈≈
সারাজীবন লিখেই গেলাম
ছাপতে গেলেই শর্ত,
হয় না ছাপা কাব্য আমার
ব্যাঘাত ঘটায় অর্থ।
লেখা নিয়েই কাল কাটালাম
কবি হলাম কৈ!
সংসার জীবন দুখে ভাসালাম
সুখের মুখে ছাই।
আশা সকল নিরাশ হল
মনের মাঝে বিমূর্ত,
পড়ন্ত বিকেল গড়িয়ে এল
সান্ধ্যকালীন মুহুর্ত।
≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি-
কবি শ্রী স্বপন কুমার দাস গোপীবল্লভপুর গ্রামে জন্মগ্রহণ করেন পিতা-শ্রী সন্তোষ কুমার দাস মহাশয়, মাতা- শ্রীমত্যা কল্যাণী দেবী মহাশয়ার গৃহে অবিভক্ত মেদিনীপুর জেলা(বর্তমান ঝাড়গ্রাম জেলা / পশ্চিমবঙ্গ)১৯৬৩ সাল ১৬ এপ্রিল। লেখার হাত ১৯৭৮ সাল থেকে স্থানীয় লিটল ম্যাগাজিন সুবর্ণরেখা পত্রিকার হাত ধরে চলছে এযাবৎ।বর্ষীয়ান কবি বিভিন্ন সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন এর মাধ্যমে ১১৩৫ টি কবিতা ও ৬ টি অণুগল্প প্রকাশ করে ফেলেছেন।কবির ইচ্ছা বাংলা সাহিত্য বাংলা ভাষা বাংলা সংস্কৃতি ও বাংলার কৃষ্টি কে আগামী প্রজন্মের কাছে তুলে ধরা ও বাংলা ভাষার ধারাবাহিকতা কে বজায় রাখা।