নদী বাঁচাও দেশ বাঁচাও

-রবি বাঙালি

∞∞∞∞∞∞∞∞∞

বাংলা আমার মাতৃভূমি জাল বুনেছে নদী।

কি অপরুপ নদীর গতি দেখতে একবার যদি।

কল্লোলিত বয়ে চলে ছুটছে সাগর পানে,

সভ্যতা আর জীবন ধারা ভাটিয়ালি গানে।

ওই উজানের পাহাড়ী ঢোল স্রোতে পাগল পারা,

পলি জমে নদীর বুকে হচ্ছে গতি হারা।

ভাঙা গড়ার নিয়ম মেনে চলছে নিরবধি,

কূল ঘেঁসা সব বসত ভিটা খাচ্ছে গিলে নদী।

তরুবীথি ক্ষেতের ফসল বিলীন জলের তরে,

জান বাঁচাতে বসত গড়ি ভেসে ওঠা চরে।

জেলে কৃষক সর্বহারা চর দখলে কারা?

বড় নেতা পাতি নেতা চরের মালিক তারা।

চরের বুকে শিল্প গড়ে নদী করে হত্যা,

সাধ্যকাহার দেবে বাধা তারাই দেশের কত্তা।

দেশ বাঁচাতে নদী বাঁচাও মুক্ত কর দখল,

নাব্যহারা খনন কর দেশের নদী সকল।

আসবে ফিরে সোনালী দিন নদী তটে তটে

জেলে কৃষক মুঠে মজুর থাকবে সুখে বটে।

আবার নদনদীতে নৌকার পালে লাগবে হাওয়া,

হারানো সেই নদীপথের গৌরব হবে পাওয়া।

∞∞∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি :

রবি বাঙালি। প্রকৃত নাম মো. রবিউল আউয়াল। জন্ম ১৯৭৫ সালে নাটোরের বড়াইগ্রাম থানার নিতাইনগর গ্রামে।পেশায় অধ্যাপনা। তার প্রকাশিত গ্রন্থ ৩১খানা।তার প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে খলিশাডাঙ্গার কন্যা,উলঙ্গ সভ্যতা,জাগো বসন্ত জীবন বসন্ত গানে ও মানের মানুষ উল্লেখযোগ্য।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*