ধ্রুবতারা
-আবুল হাসমত আলী
≅≅≅≅≅≅≅≅≅≅≅
হেমন্তের সন্ধ্যাবেলা খিলখিল হাসি,
কচিকাচাদের চোখে দেখি রাশি রাশি।
আকাশের বৃষ্টি দেয় ধরায় অঞ্জলি,
ঠিক আজকের দিনে ফুটেছিল বেলি।
না না নাম তার বেলি নয়, নাম বৃষ্টি ,
মেঘ বালিকাও সে নয়, নরকূলে সৃষ্টি।
অনেক পথ পেরিয়ে আজ সে ষোড়শী,
ধরার বুকে আজ সে বড্ড হাসি খুশি।
প্রাণ প্রাচুর্যে ভরপুর সুনয়না তন্বী,
ফিরে ফিরে আসে যারা ভুবন মোহিনী।
আজকের এই দিনে তার আবির্ভাব মর্তে।
তাকে সম্মান প্রদানে সবে উঠে মেতে।
এ যেন বহু তারার মাঝে ধ্রুবতারা ,
একদিন এ পৃথিবীতে ঠিক ফেলবে সারা।
সোনালী সৌর কিরনে ভোরবে চারিদিক,
পৃথিবীর রূপ হবে সুন্দর গৈরিক।
≅≅≅≅≅≅≅≅≅≅≅
কবি পরিচিতি:
আমি, আবুল হাসমত আলী, পিতা- সেখ আতর আলী, মাতা- ইন্নান্নেসা বিবি, ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলায় বাস করি। আমার গ্রামের নাম ‘এরুয়ার’ যেটা ভাতার থানার অন্তর্গত। আমি ১৯৭৪ সালের ৩রা ফেব্রুয়ারি জন্মগ্রহণ করি। আমি প্রকৃতি ভালোবাসি, ভালোবাসি পৃথিবীর মানুষকে ও জীবজগতকে। আমার কাছে ধর্ম মানে মানবিকতা। তাই মানুষের মর্যাদা হানি আমাকে সর্বদা পীড়া দেয়। পৃথিবীর সকল মানুষের সুষ্ঠ শান্তিপূর্ণ জীবনের আমি কামনা করি।