শিউরে উঠি যার নামে

-হাসান জামান

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

ট্রেন ছাড়তেই ইস্টিশন পেরিয়ে গেলো

ভাত ঘুমে চোখদুটো ঝিমিয়ে ছিলো

আচমকা দাঁড়ালো এসে পার্বতীপুর জংশনে!

এখানে এলেই মনে পড়ে যায়

ছেলেবেলার স্কুল সাথী পার্বতীর নাম!

যে মেয়েটি সারাক্ষণ খোঁচাতো আমাকে

বইপোকা বলে! ইচ্ছে করে ছড়াতো চুলের সুঘ্রাণ!

রুপবতী মেয়েটি ছড়াতো প্রেমের ধূলো

মাথায় মনে! নীরব ভালো লাগা গুলো

লিখতো খাতায় খুব গোপনে —-

মেধাবী মেয়ে টি হারিয়ে গেছে কোন ঝাউবনে

কৈশোর পুড়ে গেছে কোন রোদ্দুরে

ফুলের মতন ঝরেছে স্মৃতির পাখিরা

এখনো কি শীতের ভোরে রাস্তার মোড়ে

অপেক্ষায় আছে কুয়াশা চাদরে ঢাকা

কোনো এক অখ্যাত গ্রামে

পার্বতী! এখনো শিউরে উঠি যার নামে!

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

কবি পরিচিতি ঃ

কবি হাসান জামান এর জন্ম ১৯৬৭ সালে নওগাঁ জেলায়। পিতা নজরুল ইসলাম মাতা ওলিমা বেগম। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্র বিজ্ঞানে মাস্টার্স ও এল এল বি ডিগ্রি অর্জন করেন। তিনি কয়েকটি যৌথ কাব্য গ্রন্থে কবিতা প্রকাশ হয়েছে। অনলাইনে নিয়মিত লেখা লেখি করেন। কবিতার প্রতি আশৈশব ভালোবাসা।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*