জীবন একটা উপন্যাস
-তনুশ্রী বসু (পাত্র)
⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔
মৃত্যু এক কঠিন চরম সত্যি
এর কোন বিকল্প হয়না,
যতই থাক না সাবধানে
মৃত্যুর সময় কেউ জানেনা।
সুগার, প্রেসার, সব কমন বিষয়
মৃত্যুকে পেওনা ভয় কখনও
বেঁচে থাকা,কি আলাদিনের প্রদীপ
জীবন থাকুক আনন্দে, এখন।
অনিশ্চিত এই জীবন, সৌখিন
খুশিতে ভরিয়ে দাও প্রতিদিন,
তুড়ি মেরে উরিয়ে দাও হতাশা,
সূর্য্য একই থাকে, হয়না বিলীন।
আমরা দুর্বল বড় মননে,
ভয়ে থাকি ঘুমে জাগরণে,
সময় হলে, আসবে পরোয়ানা
যেতেই হবে অস্তাচলে মরণে।
সৃষ্টি কর কিছু, স্মৃতির ডাইরিতে
জীবন একটা উপন্যাস সবার,
থাকবে তুমি, থাকব আমি
রবে যোগাযোগ তোমার আমার।
⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔
কবি পরিচিতি:-
আমি তনুশ্রী বসু পাত্র। বাবা চন্ডিচরণ পাত্র ও মা চিত্রা পাত্রর প্রথম সন্তান। হুগলি জেলায় চুঁচুড়াতে জন্ম। স্কুল, কলেজও সেখানেই। বিয়ে হয়েছে ১৯৮৩ সালের ২৫শে জানুয়ারী, এক মাত্র ছেলের সংসার হোয়েছে বছর তিনেক আগে। তারা যে যার নিজের কর্মস্থলে থাকে। আমরা দুজন স্বামী স্ত্রী বাড়িতেই থাকি। আমি একজন সাধারন গৃহিণী। সংসারের একঘেয়েমি কাটাতে আমি লেখা ও গানের মধ্যে সময় অতিবাহিত করি। আমার স্বামী এই ব্যাপারে আমাকে অনেক উৎসাহ দেয় ও সাহায্য করে। সাহিত্যকে যারা ভালোবাসে তারা লেখার মাধ্যমে তাদের বক্তব্য অপরের সামনে রাখার চেষ্টা করে। তার প্রকাশ কবিতা, অণুগল্প কিংবা প্রবন্ধে দেখা যায়। লেখার অভ্যাস সেই ছোটবেলা থেকে লিখতে ভালবাসি আর তার প্রকাশে আরও আনন্দ পাই। তাই লিখি আর লিখেও চলব।