অপূর্ণতা
-রীনা
∼∼∼∼∼∼∼∼∼
আমার কবিতা,
তোমার গান
কখনো’বা নিরব- অভিমান
হয়তো’বা অশ্রুসিক্ত দু নয়ন।
দেখেছিল কি,
কেউ’বা কখন।
তৃষ্ণার্ত মন
অপূর্ণতায় ভরা জীবন
নীরবে জাগিয়েছিল
প্রনয়ের শিহরণ।
দুই দেহ এক প্রাণ
ভালোবাসার তৃষ্ণায়
তৃষ্ণার্ত রইবে আজীবন।
অপূর্ণতায় ভরা ক্ষণ
হয় যে উচাটন (চঞ্চল)
∼∼∼∼∼∼∼∼∼
***কবি পরিচিতি-
আমি রীনা। গল্প, কবিতা,উপন্যাস।অনু গল্প। লেখা- লেখি করি। সংসার জীবনে প্রবেশের পর এখন আগের চেয়ে কম লেখা হয়।তবু ও সময় করে কবিতার পাতা কে লেখা দেবার প্রচেষ্টা থাকে। পাঠকের ভালোলাগাই এক জন লেখকের অনুপ্রেরণার মাত্রা বাড়িয়ে দেয়। কমেন্টে প্রতিক্রিয়া ব্যক্ত করবেন ধন্যবাদ সবাইকে।