চিরশান্তি
-অসিত ঘোষ
≡≡≡≡≡≡≡≡≡≡
আমি সংসার করি অশান্তিতে
যৌনতা ঘৃণা করে রেখেছি প্রেমকে,
দুঃখকে বারবার আহবান জানাই
খুঁজি নাকো শান্তি, প্রেম, সুখ নিতে।
শান্তি আমার ঘাড়ের বোঝা মাথায়
প্রেম আমার অবলা প্রাণীকে নিয়ে,
সুখ আমার শরীরে আমার কর্মে
এরাই আমার মরন যন্ত্রণা ব্যথায়।
বিরাম নাই কামারের হাতুড়ির জড়তা
মাথায় তুলে ধরি ভারী বোঝা রাস্তায়,
জল আর ঘাম এক হয়ে যায় মুখে
শান্তি প্রেম সুখের স্বাদ যেন নোনতা ।
≡≡≡≡≡≡≡≡≡≡
কবি পরিচিত-
বর্ধমান গ্রামে শৈশব কেটেছে। এখন দমদম ক্যান্টনমেন্ট কারখানা বানিয়েছি। জোয়ান ও আচারে। অনেক পরিশ্রম করে এই প্রতিষ্ঠানকে দাঁড় করিয়েছি। অনেক লোকের কর্মসংস্থান হয়েছে। এখানেই আমার সুখ শান্তি।