রূপসী বদ্বীপ
-মোহাম্মদ নাসির উদ্দিন
≈≈≈≈≈≈≈≈≈≈
লম্বা দুই পায় ডাহুক হাটে
শ্রাবণ বর্ষার জলে,
খড়কুটোর এক বাসা বানায়
শালুক পাতার তলে।
উদাস দুপুর আম্র ছায়ায়
রাখাল বাজায় বাঁশি,
গরুর পিঠে ফিঙের নাচন
সবুজ ঘাসের হাসি।
ধূম্র পাহাড় পাদদেশে জল
আঁচড়ে পড়ছে ঢেউ,
প্রবাল দ্বীপে লাল কাকড়া দল
দেখেনি এমন কেউ।
চিরহরিৎ ম্যানগ্রোভ বনের
বুক চিঁড়ে শত নদী,
কেওড়া, গেওয়া, সুন্দরী ডালে
মৌচাক মধু খনি।
স্নিগ্ধ নদীর এমন বদ্বীপ
রূপের নাইকো শেষ,
মুসলিম, হিন্দু,বৌদ্ধ সবে
মিলেমিশে আছি বেশ।
≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি-
মোহাম্মদ নাসির উদ্দিন, গ্রাম+ডাকঘর: বেড়াখলা, উপজেলা: ব্রাহ্মণপাড়া জেলা: কুমিল্লা।, ছোট বেলা থেকেই লেখালেখি আমার খুব পছন্দ। আমি দৈনিক ইত্তেফাক পত্রিকার অনুশীলন পাতায় নিয়মিত শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে লিখে থাকি।