সুখের পরশ
-কাজী সেলিনা মমতাজ শেলী
∼∼∼∼∼∼∼∼∼
সুখের পরশ, পেতে অনেক ধৈর্য লাগে,
ওই সুখ তো আসে না কভু আগেভাগে।
জীবনের ছন্দগুলো, সাজাতে পঙক্তি মালা লাগবে,
যেমন করে,ব্যথার আকাশে ওই সন্ধ্যা তারা জাগবে।
সুখ যেন সুগভীর অনুরাগের ছোঁয়া প্রেমের নীরব কথা,
সুখ, সে ভালোবাসার দীপশিখা সজল সমীরে নীরবতা।
দুঃখ বলে সুখ শান্তি খুঁজে নাও আপনার সে গৃহকোণে,
কল্পনায়ও সন্ধান করো সুখের ফুল ফুটেছে কোন বনে।
সুখ যেন ধ্যানের ছবি, ওই বিশ্বাসে নীরব এক কল্পনা,
ছুঁয়ো না ছুঁয়ো না দুঃখ সে নিজেই এঁকে দেয় আল্পনা।
সংগ্রামী জীবন কিছুটা হলেও পায় ওই সুখের সন্ধান,
অলসতা ভুলে সংগ্রামী হও তব আসে সেই সুদা দান।
অন্ধকার রজনীতে,আলোরও দীপশিখা প্রয়োজন,
সুখ আসবে দ্বারে,এমন কিছু করো তব আয়োজন।
যদি কভু আসে ওই দুঃখ ভুলে যেও না স্বীয় সততা,
দুঃখের মাঝেও, খুঁজে নিও সুখের সেই সে নীরবতা।
∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি-
নামঃ কাজী সেলিনা মমতাজ শেলী
গ্রাম + পোস্টঃ কপিলমুনি বাজার
থানাঃ পাইকগাছা
জেলাঃ খুলনা বাংলাদেশ