প্রেম এসেছিল যবে
-পীতবাস মণ্ডল
≈≈≈≈≈≈≈≈≈
একদিন প্রেম এসেছিল যবে
হৃদয়ের উপকূলে নিভৃতে নিরবে ,
স্বপ্নেরা মেলেছিল সখের ডানা
যৌবন বিকশিত ছিল প্রিয়তমার সৌরভে ।
হৃদয় নদে সুখ ছিল কানায় কানায়
এজীবন ছিল এক নবীন বসন্তের বদান্যতা ,
হাসির লহরীতে মেশানো উন্মাদনা
আঁখির পলকে ছিল সুদূরের বিহ্বলতা ।
পুলকিত অন্তরে ফাগুনের ফল্গুধারা
সতেজ অনুভবে ছিল কল্পনার অবাধ বিচরণ ,
ভাবনার সাথে নিত্য দিনের সখ্যতা আর
সুখের প্লেবতায় ছিল অনামী শিহরণ ।
প্রাণের চঞ্চলতায় ছিল খুশীর লহরী
সুরের মাধুরীতে জড়ানো নিটোল সংকল্প ,
সজীব কল্পনায় আবৃত ছিল অপার মুগ্ধতা
অনুভূতি অক্লেশে লিখে দিত অযুত প্রেমের গল্প ।
মন আজ মানে না আর বিষণ্ণতা
অবাধ্য বাসনা খুঁজে ফেরে হারানো সেদিন !
মন রাঙানিয়া বাঁশিতে নেই পূর্বের ব্যাকুলতা
প্রথম প্রেম আজ বিরহ ব্যথায় বিলীন ।
≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি –
নাম পীতবাস মণ্ডল , গ্ৰাঃ+ পোঃ – যোগেশ গঞ্জ , জেলা উঃ ২৪ পরগনা । পেশায় সাধারণ কর্মজীবী । বাংলা সাহিত্যের প্রতি অগাধ ভালোবাসা আর পাঠকের অনুপ্রেরণা লিখতে ভাবায় ।