বিজয়ের রক্তঝরা দিন
-মোহাম্মদ শাহজামান শুভ
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
রক্তে রাঙানো এক অমর দিন,
বিজয়ের গল্পে ভাসে মাটির গন্ধে সুরের বীণ।
নয় মাস ধরে লড়াইয়ে ত্যাগ,
বাঙালির বুক ভরা সাহসের জাগ।
তাজা রক্তের ধারায় গড়ে তুলেছি দেশ,
স্বাধীনতার স্বপ্নে জ্বলেছে আশার শিখা বেশ।
সোহরাওয়ার্দীর মাটিতে যখন পাক বাহিনীর ঝরা,
বাঙালির বিজয়ে উঠল সারা বিশ্ব সাড়া।
শহীদের রক্তে লেখা এক গৌরবগাঁথা,
প্রত্যেক প্রাণে বাজে বিজয়ের মধুর ব্যথা।
অন্ধকার কেটে আসে নতুন সূর্যোদয়,
স্বাধীনতার পথচলা, এগিয়ে চিরজয়।
বিজয় দিবস মানে আনন্দের ধারা,
তবুও মনে বাজে সেই বিদায়ের সুর ধ্বনি ঝরা।
শ্রদ্ধায় ঝুঁকে পড়ি শহীদের প্রতিমায়,
তোমাদের জন্যই স্বাধীনতার পূর্ণিমা হাসে ধ্রুব আকাশে।
তোমাদের ঋণ আমরা কখনো শোধ করতে পারব না,
তোমাদের স্মৃতির আলোয় এই দেশ অমর হয়ে থাকবে চিরনা।
বিজয়ের এ দিনে শপথ করি বাঙালির প্রতি,
তোমাদের ত্যাগে গড়া এই দেশ রবে চিরস্মৃতি।
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতিঃ
মোহাম্মদ শাহজামান শুভ ১৯৮০ সালের এপ্রিলের ১১ তারিখে কুমিল্লার তিতাস উপজেলার শাহাবৃদ্ধি গ্রামে জন্ম গ্রহণ করেন। ২০১০ সালে বাতাকান্দি সরকার সাহেব আলি আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে কৃষি শিক্ষক হিসেবে যোগদান করে। ২০১৫ সালে বিট্রিশ কাউন্সিলের কানেক্টটিং ক্লাশরোম প্রজেক্টের আওতায় যুক্তরাজ্যের লিংকন ইউনিভার্সিটিসহ একাধিক বিদ্যালয় পরিদর্শণ করে। ২০১৭ সালে ভারত সফর করেন। বিলেতের স্মৃতিচারণমুলক তাঁর বিখ্যাত বই ‘শ্রেণিকক্ষের খোঁজে বিলেত ভ্রমণ’।