কথা দিয়ে যাও
-মীনা কুণ্ডু
∞∞∞∞∞∞∞
কথা দিয়ে যাও তুমি আসবে আবার
যেখানেই থাকো যতো দূরেই থাকো
সোজা কথা সোজা করে বলো একবার!
শত কাজের মাঝে একটু সময় করো
ভাবনার স্মৃতিপট একটু নেড়ে দেখো
ফেলে আসা দিনগুলো একসাথে নাড়ো !
বিশ্বাস আর ভালবাসা অটুট যদি থাকে
ঝঞ্ঝা ওঠলে পথে ভুলবে না আমাকে
ফাঁক দিয়ে হাতছানি ডাকে বাঁকে বাঁকে !
নিত্যদিনের চাওয়া পাওয়া গেছে সরে
সময়ের ব্যবধানে বড্ড বেশি ফারাক
দুজনের দুটি পথ গেছে বহুদূরে সরে!
কোন কিছুর পিছুটান নেই কো তোমার
বেশ তো ভালোই আছো আনন্দের হাটে
কিছুর গুরুত্ব নেই কোনো কালে তোমার !
ক্ষণিকের সুখের ঠিকানা লাগে বড় মধুর
পাষাণের বুকে মাথা রেখে দিন চলে যায়
আশার দেয়ালের পাঁচিল লাগে বড় সুদূর ।
∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি —
হুগলি জেলার বাসিন্দা আমি। শৈশবে লেখাপড়া স্কুল কলেজ সবকিছু হুগলিতে। বর্তমানে বিবাহ সূত্রে কলকাতা বসবাস করি। কবিতা আমার ভালো লাগে তাই একটু লেখার চেষ্টা করি।