ছন্দে বাঁচে জীবন
-তনুশ্রী বসু (পাত্র)
∼∼∼∼∼∼∼∼∼∼∼∼
জীবনের একটা ছন্দ আছে
দিগন্ত যখন প্রাণ খুলে হাঁসে,
জীবনের ছন্দগুলো প্রাণ পায়
পূর্ণিমার চাঁদ জ্যোৎস্নায় ভাসে।
মনের অলিন্দে নানা স্মৃতি
উঁকি দেয়, যখন তখন,
মন আনন্দে মাতোয়ারা
ঠিক জল তরঙ্গের মতন।
সেই যে নদীর ধারের শালুক
শাপলার কানাকানি প্রেম প্রীতি,
এখানেও জীবনের ছন্দ আছে
নিস্তরঙ্গ জীবনে সুর আনে গীত – ই
গতিহীন জীবন মরুভূমির মত
দূরে জলের মত মরীচিকা,
জীবন অতি সুন্দর তাকে
করোনা ভারাক্রান্ত বিভীষিকা।
মনকে শান্ত কর নিজেই
একটু খুশী, একটু হাঁসি,
পেলে মন আনন্দে ভাসে
স্বপ্নেতে শতদল রাশি রাশি।
∼∼∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি:-
আমি তনুশ্রী বসু পাত্র। বাবা চন্ডিচরণ পাত্র ও মা চিত্রা পাত্রর প্রথম সন্তান। হুগলি জেলায় চুঁচুড়াতে জন্ম। স্কুল, কলেজও সেখানেই। বিয়ে হয়েছে ১৯৮৩ সালের ২৫শে জানুয়ারী, এক মাত্র ছেলের সংসার হোয়েছে বছর তিনেক আগে। তারা যে যার নিজের কর্মস্থলে থাকে। আমরা দুজন স্বামী স্ত্রী বাড়িতেই থাকি। আমি একজন সাধারন গৃহিণী। সংসারের একঘেয়েমি কাটাতে আমি লেখা ও গানের মধ্যে সময় অতিবাহিত করি। আমার স্বামী এই ব্যাপারে আমাকে অনেক উৎসাহ দেয় ও সাহায্য করে। সাহিত্যকে যারা ভালোবাসে তারা লেখার মাধ্যমে তাদের বক্তব্য অপরের সামনে রাখার চেষ্টা করে। তার প্রকাশ কবিতা, অণুগল্প কিংবা প্রবন্ধে দেখা যায়। লেখার অভ্যাস সেই ছোটবেলা থেকে লিখতে ভালবাসি আর তার প্রকাশে আরও আনন্দ পাই। তাই লিখি আর লিখেও চলব।