সম্প্রীতির নিঃশ্বাস

-শ্রী স্বপন কুমার দাস

≈≈≈≈≈≈≈≈≈≈

একই বৃন্তে দুইটি কুসুম

সম্প্রীতির রাখীবন্ধনে নেই ধুম।

অন্ন বস্ত্র ভাষা একরকম

ভৌগলিক অবস্থান আচার আচরণ।

বাঙালি রসনা ইলিশ গলদা

পদ্ম শালুক গঙ্গা পদ্মা।

কতনা ছিল আনন্দ উদ্দীপনা

সীমান্তের বেড়াজালে মুছে বনিবনা।

হায় রবীন্দ্রনাথ হায় নজরুল

হায় অতুল প্রসাদ দ্বিজেন্দ্রলাল।

কান্তকবি সুরকার গীতিকার রজনীকান্ত

পঞ্চকবির ভাবনা আজ কালিমালিপ্ত।

রূপসী বাংলার জীবনানন্দ দাশ

সুকান্ত ভট্টাচার্যের রানারে রাশ।

থাকতেন যদি কবিশ্রেষ্ঠ’রা বেঁচে

সর্বনাশ দেখতেন অসহায় চোখে।

বাঙালির গর্বের যতকিছু আশ

ভাতৃবিরোধে চুপ সম্প্রীতির নিঃশ্বাস।

≈≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি-

পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর মহকুমার স্বনামধন্য কবি শ্রী স্বপন কুমার দাস পিতা সন্তোষ কুমার দাস ও মাতা কল্ল্যাণী দেবীর দ্বিতীয় সন্তান ১৯৭৮ সাল থেকে সাহিত্য চর্চার সাথে যুক্ত চলছে এযাবৎ।

বহু লেখা কবির কবিতা ও কিছু অণুগল্প প্রকাশ হয়েছে বিভিন্ন সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন এর মাধ্যমে আগামী ২০২৫ এর কলিকাতা বই মেলার আগে প্রকাশিত হওয়ার অপেক্ষাতে আছে আরো কয়েকটি কবিতা যেগুলির মোড়ক উন্মোচন অনুষ্ঠান চলতি ডিসেম্বর মাসে।সম্মানীয় কবির জন্য কবিতার পাতা পত্রিকার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাই কুশল কামনার সহিত।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*