ঘিরে ৭১

-মীর সেকান্দার আলী খোকা

≈≈≈≈≈≈≈≈≈≈≈

আর ছিরিস না তোরা মা’য়ের আঁচল

পড়াশ না হাতে লোহার শিকল-

পা’য়ে ডান্ডাবেরি

আওলাকেশে পদ দলিত শাড়ির আঁচলে

উদাস-উপহাস কেশ।

বাক্যের নীরবতা অন্তর গোমড়ানো চাপা ক্রন্দন,

জলের কিনারে দাঁড়ানো প্রখরতা তৃষ্ণা

জোছনার আলো খোঁজে মেঘ ঢাকা চাঁদে।

উঠানে দাঁড়ানো আলেয়া নাচে,

দেখি,হাসি উল্লাসে অশরীরী যেন টেনে নেই আমায়

অচৈতন্য নাচে।

নাচে মৃত্যু বিলাস,নেশাই দানব ঘ্রাণ খোঁজে রক্তের।

প্রাণ হারিয়ে প্রাণ খুঁজি

বেদীতে নোঙর করি ডালা নিয়ে ফুলের।

এভাবে কতকাল ঝরবে প্রাণ আমাদের ?

শহীদের ভিরে হারিয়ে যায় না যেন শহীদের মুখ পুরাতন!

ভালোবেসে যমুনা নদী পাড়ে ডাকে শাহজাহান আয়, মমতা ফিরে আয় বুকে।

আমিও ডাকি সকল শহীদ ফিরে আয় বুকে,

ফিরে আয় বুকে ঘিরে ৭১ (একাত্তর) বিজয়ের উল্লাসে।

≈≈≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি- 

জন্ম: ১৫ জুন, ১৯৬৬ ইং, বিভাগীয় শহর রাজশাহী,. পিতা মৃত: মীর মোক্তার আলী, মাতা মৃত: লতিফা খাতুন, আট ভাই বোনের মধ্যে সপ্তম, ছোট থেকেই লেখালেখিতে অভ্যস্ত, বিভিন্ন পত্রিকাতে কবিতা প্রকাশিত হয়েছে, বর্তমানে পটুয়াখালী, দুমকি উপজেলা সাহিত্য পরিষদ, আন্তর্জাতিক সাহিত্য বার্তা বাংলাদেশ, স্বরলিপি ঢাকা, কবিতার পাতা (Global)  এ অনলাইন পত্রিকায় লিখছি, আমার একক কাব্যগ্রন্থ আলো ছায়া,২০২৫ শে বইমেলাতে থাকছে,স্থায়ী নিবাস ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*