স্বপ্নের শহর
-খন্দকার আরশাদুল বারী
∼∼∼∼∼∼∼∼∼∼
আমি এই বদ্ধ শহরে নর্দমার সমস্ত কিট গুলো মেরে ফেলবো
শহরটাকে ঝেরেঝুরে জনজাল গুলো পরিষ্কার করব
প্রকৃতিকে সাজাবো ফুল ফলের গাছে আর বট অশ্বত্থে
শহরের সমস্ত যান্ত্রিকতাকে ফেলে রেখে আসবো দূর কৃষ্ণসাগরে
কোলাহল আর শব্দব্যস্ততাকে ফেলে আসবো অসীম শুন্যে
সাগর মোহনাকে তুলে আনবো শহরের মুখে
পাখিদের কলকাকলি জাগিয়ে রাখবে শহরটাকে
সন্ধ্যা হলেই ঝিঁঝিঁপোকারা ডেকে আনবে জোনাকিকে
তারা রাতভর মশাল জ্বালিয়ে আলোকিত করবে পুরো এলাকাকে
কখনও মৃদুমন্দ বাতাস বইবে
কখনও ঝিরিঝিরি বৃষ্টি
কখনও সূর্য তেজোদ্দীপ্ত হবে
কখনও শীতল বাতাস শরীর জুড়াবে
এমন একটা শহর বানাবো আমি
যেখানে প্রশান্তি বিরাজিবে চারিদিকে
যেখানে হৃদয়ে উঠিবে ভালবাসার ঊর্মি
যে শহরে থাকবো কেবল তুমি আর আমি
যেখানে তোমাকে নিঃশঙ্কে চুমু খেতে পারি
সুঘ্রান ভেসে আসে দখিনা মলয়ে
তোমার আমার একান্ত বাসরে!
এমন একটা স্বপ্নের শহর বানাবো আমি।
∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি:
কবি জন্মগ্রহণ করেছেন ১৯৯২ সালের ডিসেম্বর মাসের ১২ তারিখে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বউলবাড়ী গ্রামে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ করে বর্তমানে একটি সরকারি কলেজে শিক্ষকতা পেশার সঙ্গে জড়িত।