প্রিয় স্বাধীনতা তুমি ফিরে এসো
-হাসান জামান
≈≈≈≈≈≈≈≈≈≈
প্রিয় স্বাধীনতা তুমি ফিরে এসো
শীতার্ত রাত্রি ছেড়ে রৌদ্রস্নাত হেমন্ত মাঠে
এসো বিজয়ের মাসে ফিরে মনের পবনে!
শালিকের দেশে শিশিরের কান্নায় ভেজা চৌকাঠে
হিম কুয়াশায় বস্ত্রহীন কৃষকের ভাঙা মনে!
মৃত ঘাসে ফুল হয়ে শস্যবতী ফসলের প্রান্তরে
ফিরে এসো মৌসুমি পাখির ঝাঁকে নির্জন দেশে
যেখানে সূর্য ছুঁয়েছে কৃষকের বসত ভিটা অন্তরে
কিষাণী মেয়েরা হেঁটে যায় দলবেঁধে দুয়ার ঘেঁষে।
ওদের ফুলে উঠা বুক মাথায় ধানের গম্বুজে
সাদা কালো দোয়েলের নাচ শালিকের উচ্ছ্বাসে
ফিরে এসো বিজয়ের মাসে এ বাংলায় লাল সবুজে
দুঃখিনী মায়ের ছিন্ন আঁচলে নবান্নের হিম বাতাসে!
ঘর ছেড়ে বাড়ি ছেড়ে যে কিশোর তুলেছিল ফনা
রাইফেল বেয়নেট ভুলে জোনাকির আলো মেখে
হেঁটেছিল বনে বাদাড়ে রক্তাক্ত পায়ে নিয়ে যন্ত্রণা
সে এখন রিকশা চালক, স্বপ্ন গেছে আঁধারে ঢেঁকে!
দুঃখ তার লিখে রাখে শীতার্ত রাত নিস্তব্ধ শহরে
নগরীর ফুটপাত স্টেশনে ছিন্নমূল মানুষের সারি
অন্ন বস্ত্রহীন বিপ্লবীরা শুয়ে আছে গোপন শ্রীঘরে
দেখে যাও হিম কয়াশা আর হাহাকার আহাজারি!
জোনাকির আলো জ্বেলে মিছিল নিশান স্লোগানে
ফিরে এসো বিজয়ের মাসে ঘুম ভাঙা বসন্ত গানে
এই বাংলায় ঘুমহারা ডানা ভাঙা পাখিদের নীড়ে
দূরন্ত যৌবন ফিরিয়ে দিতে মা মাটি মানুষের ভীড়ে!
≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিত ঃ
কবি হাসান জামান এর আসল নাম মুহঃ হাসানুজ্জামান। জন্ম নওগাঁ জেলায় ১৯৬৭ সালে। লেখা পড়া বেড়ে ওঠা রাজশাহী শহরে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্র বিজ্ঞানে মাস্টার্স ও এল এল বি ডিগ্রি অর্জন করেন। লেখা লেখি করেন ছোট বেলা থেকে। কয়েক টি যৌথ কবিতা গ্রন্থে তার প্রকাশিত হয়েছে। এখন অনলাইন পত্রিকায় লেখালেখি করেন।