তোমাদের কাছে ঋণী
-রীনা
∞∞∞∞∞∞∞∞∞
তুমি নির্ভীক,
তুমি সাহসী
তুমি দুর্বার
তুমি মনোবল হারানো পথিক কে,
দিয়েছো বেঁচে থাকার অধিকার।
পরাধীনতার শিকলে,
বাধা ছিল যে, স্বাধীনতা
তুমি আনিয়াছো ছিনে।
তুমি এবং তোমরা
নতুন সম্ভাবনার দুয়ার দিয়াছো খুলে,
তোমাদের মতো ,
এমন সন্তান জন্ম দিয়ে
আজ গর্বিত সেই জননী,
আজ আমরা সকলেই তোমাদের কাছে ঋণী।
∞∞∞∞∞∞∞∞∞
***কবি পরিচিতি –
আমি রীনা, লেখা লেখির মাধ্যমে আমায় চিনতে পারছে সবাই ।আমার প্রচেষ্টা থাকে সব সময় ভালো কিছু করবার।আমার কলম ও সেই পথে চলে। পাঠকের ভালো লাগা, ভালো কিছু করবার ইচ্ছা শক্তিকে দ্বিগুণ বাড়িয়ে দেয়। ধন্যবাদ সবাই কে ,ভালো থাকবেন। সেই সাথে কলমের কারিগরদের অনুপ্রেরণা দিয়ে যাবেন।কলম যেনো দুর্বার গতিতে চলে।****