শহীদ বুদ্ধিজীবি স্মরণে

-মোঃ মামুন আল ইসলাম

∼∼∼∼∼∼∼∼∼∼

হে একাত্তরের শহীদ বুদ্ধিজীবি

তোমরাও দেখতে চেয়েছিলে

স্বাধীনতার নবীন সূর্যোদয়,

হয়নি সেই সৌভাগ্য তোমাদের।

স্বপ্ন ছিল হৃদয়ে

সাত কোটি বাঙালির মত তোমরাও

নেবে স্বাধীনতার স্বাদ।

তোমরাও উড়াবে লাল

সবুজের পতাকা বাংলার আকাশে

গাইবে আমার সোনার বাংলা গান।

এক সাগর রক্তের বিনিময়ে

ত্রিশ লক্ষ শহীদ আর দুই লক্ষ

মা বোনের সম্ভ্রম হারিয়ে জাতি যখন

বিজয়ের দ্বারপ্রান্তে উপস্থিত

ঠিক তখনই তোমাদের উপর নেমে এলো বুলেটের অঝোর বৃষ্টি

ঝাঁজরা করে দিল হায়েনার দল

তোমাদের বুকের পাঁজর।

অগণিত শহীদ মুক্তি সেনাদের সাথে

তোমরাও হলে শহীদ।

পাক হানাদার বাহিনীর কবল থেকে দেশ হলো মুক্ত স্বাধীন।

আর তোমরা হলে শহীদ বুদ্ধিজীবি।

বিনম্র শ্রদ্ধা জানাই তোমাদের,

করি আত্মার মাগফেরাত কামনা।

হে প্রিয় শহীদ বুদ্ধিজীবি তোমরা

স্বাধীনতার জন্য দিলে প্রাণ

করলে মৃত্যু বরণ,

বাঙালি জাতি তোমাদের ভুলবে না কখনো,

চিরকাল করবে স্মরণ।

∼∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি- 

রচনাকাল-১৩.১২.২০২৪

নিয়ামতপুর,নওগাঁ।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*