বিজয় দিবস

-মোঃ রবিউল হাসান

∼∼∼∼∼∼∼∼∼∼

স্বাধীনতার লাল সূর্য, বিজয়ের গান,

মাটির বুকে লেখা রক্তের পরিচয়খান।

শহীদের রক্তে ভেজা এই পবিত্র ভূমি,

তাদের ত্যাগেই পেলো দেশ নতুন এক রূপকথার ঝুমি।

মায়ের মুখে আজ হাসি, চোখে জল টলমল,

পিতার বুকে সাহস, মনে বিজয়ের কল।

সাত কোটি প্রাণ একত্রে গেয়েছিল গান,

“আমরা স্বাধীন হবো, ভাঙবো শৃঙ্খল প্রাণ।”

লাল-সবুজের পতাকা উড়ে, গর্বের চিহ্ন ধরে,

মুক্তির ডাকে উঠেছিল দেশ, সবার হৃদয় ভরে।

আজও আমরা স্মরণ করি, সেই বীরের দল,

যাদের ত্যাগে জ্বলেছে বিজয়ের প্রদীপ টলমল।

বিজয় দিবস, তুমিই আমাদের গৌরবের বারতা,

তোমার আলোতেই জাগুক দেশ, হোক নতুন পথের অঙ্গীকারটা।

∼∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি :

মোঃ রবিউল হাসান একজন উদীয়মান কবি, যিনি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার ভেন্নাগাছী গ্রামের সন্তান। পিতা মোঃ নওশাদ আলী আকন্দের আদর্শে অনুপ্রাণিত রবিউল হাসান ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি গভীর আগ্রহী। তার লেখনীতে গ্রামবাংলার প্রকৃতি, জীবনের সৌন্দর্য এবং মানুষের হৃদয়ের নিবিড় অনুভূতি প্রাণবন্ত হয়ে ওঠে।

ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত বিনয়ী ও সংস্কৃতিমনা। তার কবিতায় প্রাচীন ও আধুনিক ভাবধারার মিশ্রণ লক্ষ্য করা যায়, যা পাঠকদের মন ছুঁয়ে যায়। মোঃ রবিউল হাসান বিশ্বাস করেন, কবিতা শুধু শব্দের খেলা নয়, এটি হৃদয়ের গভীর অনুভূতির এক নিখুঁত প্রকাশ।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*