ডিসেম্বর তুমি এলে
-কাজী সেলিনা মমতাজ শেলী
⇔⇔⇔⇔⇔⇔
ডিসেম্বর তুমি এলে, বাংলারও কোলাহলে ওই ভিড়ে,
এলে বাংলার হৃদয় ছুঁয়ে,আপনার চেয়ে আপন নীড়ে।
এই বাংলা তুমি ভালোবাসো, যাওনি তো বাংলা ভুলে,
বাংলার আচঁলে তোমার নাম সাগর ছুঁয়ে সাগর কূলে।
ডিসেম্বর তুমি এলে
তুমি মুছে দাও, যত যন্ত্রণা বেদনা আছে সেই সে জ্বালা, ডিসেম্বর এলে,
পূর্ণ হোক পূর্ণ হোক শপথের সেই মালা।
বাংলা তুমি শুনেছো হৃদয় মাঝে ডিসেম্বরের নাম সাজে,
সুখের স্রোতে হৃদয়ও মাঝে ডিসেম্বরের সেই গান বাজে।
মুক্ত আকাশে মৃদু মেঘে তুমি কত না এই আনন্দ পেলে,
তাই তো দিয়েছো, এই বাংলায় শাপথের প্রদীপ জ্বেলে।
ডিসেম্বর তুমি এলে
⇔⇔⇔⇔⇔⇔
নামঃ কাজী সেলিনা মমতা শেলী
গ্রাম+ পোস্টঃ কপিলমুনি বাজার
থানাঃ পাইকগাছা
জেলাঃ খুলনা বাংলাদেশ