স্বাধীনতার সংগ্রাম

-হাসান জামান

≈≈≈≈≈≈≈≈≈

তখনো আঁধার কুয়াশায় ঘেরা

শহর নগর গ্রাম

একটি দোয়েল শীষ দিয়ে উঠে

এবারের সংগ্রাম!মুক্তির সংগ্রাম !

নীরব নগরী গর্জে উঠে

তোমার আমার ঠিকানা

এই বাংলার আকাশ জমিন

পদ্মা মেঘনা যমুনা!

কলের শ্রমিক মজুর কিষান

লাল সবুজের উড়ায় নিশান

ভুখা নাঙা শত পথের মানুষ

শহীদী খাতায় লিখে নাম-

এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম!

সাম্য মৈত্রী মানবতাবাদ

সামনে লড়াই জিন্দাবাদ

দু’পায় দলে সব ভীরু প্রাণ

কন্ঠে তাদের মিছিল স্লোগান

বহে যমুনায় রক্ত ঘাম —

এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম!

টেকনাফ থেকে তেতুলিয়া

রুপশা থেকে পাথুরিয়া

শত কোটি প্রাণে বাজে অবিরাম —

এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।

≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতিঃ

কবি হাসান জামানের আসল নাম মুহঃ হাসানুজ্জামান। তিনি ১৯৬৭ সালে নওগাঁ জেলায়। পিতা মু নজরুল ইসলাম ও মাতা ওলিমা বেগম। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্র বিজ্ঞানে মাস্টার্স ও এল এল বি ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে একজন ব্যাংকার। তিনি লেখা লেখি ভালো বাসেন আশৈশব।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*