ভাবের মানুষ কবি

-রানা জামান

≈≈≈≈≈≈≈≈≈≈

ক’দিন আগে ডিমের ভেতর ছানা ছিলো ঘুমে

ডিমটা ফেটে আসে ধরায় মায়ের ওমের চুমে।

নাদুস-নুদুস ছোট্ট দেহে শক্তির অভাব অনেক

মায়ের দেয়া দানা খেয়ে যায় না দূরে ক্ষণেক।

শরীর ফুঁড়ে পাখনা বাড়ে, শক্তি বাড়ে সাথে

চিকন সুরে গাইতে থাকে গান যে দিনে রাতে।

ছানা থেকে পাখি হয়ে আকাশ পানে উড়ে

ইচ্ছেমতো উড়তে থেকে বিশ্ব দেখে ঘুরে।

ভাবের মানুষ কবি হয়ে পাখির ডানায় চড়ে

হাজার শব্দের ঝুড়ি থেকে মোক্ষম শব্দ ধরে।

শব্দের পরে শব্দ গেঁথে বানায় পদ্যের বাড়ি

ভাবে না তো ঘরের ভেতর শূন্য ভাতের হাঁড়ি।

কাব্য পাঠের আসর বসে ঘরে কিংবা বাইরে

ভাবের নেশায় পদ্য পাঠের খুশি কোথায় পাই রে!

পাঠের শেষে খোলা মনে আলোচনা চলে

কাব্য জগৎ নিয়ে তখন বিস্তর কথা বলে।

ছানা বেড়ে পাখি হয়ে ভরায় সাধের ধরা

তেমন করে কাব্যকথা সারিয়ে দেয় জ্বরা।

মানুষ মাত্রে লালন করে মনের ভেতর শব্দ

মোক্ষম পদ্যের অমোঘ ঘায়ে স্বৈরাচার হয় জব্দ।

≈≈≈≈≈≈≈≈≈≈

সংক্ষিপ্ত লেখক পরিচিতি-

রানা জামান; জন্ম: ১৫/০২/১৯৬০ খৃস্টাব্দ; নিজ জেলা: কিশোরগঞ্জ।অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব; এ যাবৎ প্রকাশিত বই-এর সংখ্যা: ৯৯;লেখার ধরন: গল্প, কবিতা, ছড়া,গান, উপন্যাস, ইত্যাদি। ইংরেজিতেও কবিতা লিখছেন।বিদেশে বিভিন্ন এন্থলোজি ও ম্যাগাজিনে তাঁর কবিতা প্রকাশিত হচ্ছে। এ পর্যন্ত বেশ কয়েকটি সম্মাননা ও পুরস্কার পেয়েছেন। ২০২৩ খৃস্টাব্দে কলকাতার পত্রপাঠ প্রকাশনী থেকে ‘নেপথ্য কাহিনি’ নামে একটি মুক্তিযুদ্ধের গল্পের বই এবং রাঙ্গামাটি প্রকাশনী থেকে ‘কবিতার প্রকারভেদ’ নামে একটি প্রবন্ধের বই প্রকাশিত হয়েছে।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*