নিষ্ঠুর সমাজ

-মিনা কুণ্ডু

∼∼∼∼∼∼∼∼∼∼

মন বসে না শহরের শক্ত

ইট পাথরের প্রান্তরে ,

নিষ্ঠুর সমাজের ব্যবস্থা

আঘাত আনে অন্তরে ।

চারিধারে সত্য মিথ্যার আঁধারে

অভিশাপের ঝর্ণা বর্ষিত,

আজও নারী রাস্তায় চলার

পথে হচ্ছে ধর্ষিত ।

এ কেমন সমাজ ?যেথায়

ধনী পায় না শাস্তি,

মাথা নিচু করে অপলকে

থাকে গরীবের বস্তি।,

সভ্য সমাজের পরিবেশ সাজে

নিত্য নতুন ছন্দে ,

নারীরা নির্যাতনের শিকার

বাঁচে নানা দ্বন্দ্বে ,।

যেথায় যাও না তুমি সর্বত্রই

চলছে রাজনীতির হানাহানি,

ক্রংক্রিকেটর শক্ত বেড়াজালে

কার্যসিদ্ধি হচ্ছে জানি।

ক্ষমতার জোরে পক্ষপাতিত্ব

রাজ করে চলে দুনিয়ায় ,

অসহায় মানুষ অন্ধকারে আজীবন

মরছে নীরবে দিন গুনিয়ায়।

সমাজে সৎ মানুষের পাশে

থাকে না তো কেউ ,

গোটা বিশ্বের দরবারে চলে

কেবলি টাকার ঢেউ।

ভবের সংসারে ভালোবাসা যেথায়

পায় না মান সম্মান ,

পক্ষপাতিত্বের জোরে গুরুজনে

করে কেবলই অসম্মান ।।

∼∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি —

আমি মীনা কুণ্ডু। হুগলি জেলার বাসিন্দা আমি। শৈশব কাটে হুগলি জেলার উত্তরপাড়াতে । স্কুল, কলেজ হুগলি জেলাতেই। বিবাহ সূত্রে বর্তমানে কলিকাতায় বসবাস করি। কবিতা আমার ভালো লাগে। তাই লেখার চেষ্টা করি।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*