শীতের অবদান

-শ্রী স্বপন কুমার দাস

≈≈≈≈≈≈≈≈≈

অপরূপা রূপ সৌন্দর্য প্রকৃতি

জীবকুল পশুপাখি সৃষ্টি মাঝে,

পরমানন্দ সুখানুভুতি দীপ্তি

ধরণী কল্যাণে দুইমাস সাজে।

উদয় ভানুর সোনালিকা বর্ণ

পরমা প্রকৃতির প্রানের দিশা,

শীতল পরশ প্রেম পরিপূর্ণ

ধরণীকোলের স্নেহ ভালোবাসা।

দূর্বাপরে রজত বর্ণ শিশির

শৈত প্রবাহ গায়ে হিমেল ছ্যাঁকা,

স্বেদবারি হীন শীতল শরীর

ঊষা রজনী উষ্ণ পোষাক সখা।

কবজি ডুবিয়ে খাবার আনন্দ

পৌষ মাঘ উপযুক্ত দুই মাস,

চড়ুই ভাতির অপরূপ ছন্দ

মন পরিবর্তন সুখ বিলাস।

হরেক রকমের কাঁচা আনাজ

নানান রঙের ফুল ফল চাষ,

পরিযায়ী পাখির নিত্য বিরাজ

মানুষ মনের মিটে অভিলাষ।

ধরণী কল্যাণে শীতঋতু ধন্য

জীবচক্র তরে প্রকৃতির দান,

ছয় ঋতুচক্রে শীতও অনন্য

মানুষ সুখে শীতের অবদান।

≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি-

কবি- শ্রী স্বপন কুমার দাস গোপীবল্লভপুর গ্রাম ঝাড়গ্রাম জেলা পশ্চিমবঙ্গ নিবাসী পিতা- সন্তোষ কুমার দাস ও মাতা- কল্যাণী দেবীর দ্বিতীয় সন্তান জন্ম-১৯৬৩ লেখালেখির হাত ১৯৭৮ সাল থেকে এযাবৎ।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*