দিনের শেষে

-শান্তি দাস

≈≈≈≈≈≈≈≈≈≈≈

ফাগুনের গোধূলিতে একদিন তুমি আর আমি,

রাঙানো আলোয় মনে জেগেছিল ভালোবাসা।

তাকিয়ে ছিলাম আকাশের দিকে হয়ে আনমনা,

দিনের শেষে আকাশ ঢাকা মেঘের আনাগোনায়।

তোমার চোখে যেন নেমেছিল অশ্রু ধারা,

হঠাৎ তোমার দিকে তাকিয়ে দেখি মিষ্টি মুখখানা।

চোখ মুখে ভালোবাসা এ যেন অদ্ভুত অনুভূতি,

মেঘ কেটে দিনের শেষের গোধূলির রক্তিম আলো।

তোমার ভালোবাসার ছবিতে আলোয় আলোকিত,

কনে দেখা আলো প্রাক বিবাহের প্রস্তুতি।

জড়িয়ে ধরেছি তোমায় আজ হবে আমাদের কথা,

দুটি মন ভালোবাসায় এক হবার স্বপ্ন।

গোধূলি রাঙানো কনে দেখা আলো তুমি সেই,

তোমার আমার ভালোবাসা যেন চিরবন্ধন।

তুমি আমার সেই স্বপ্ন দেখা রাজকন্যা,

আজ গোধূলির আলোয় তোমার রূপের ঝলসা।

আনমনে তাকিয়ে ভাবনা এযেন জন্ম জন্মান্তরের,

দুটি মন এক বন্ধনে চিরদিনের ভালোবাসা।

দিন শেষ অন্ধকার ঘনিয়ে এলো মনের কোণে,

ভালোবাসায় দুটি মনের মিলনের স্বপ্ন দুুজনের চোখে।

≈≈≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি-

ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা ।উত্তর পূর্বাঞ্চলের খুব ছোট একটা রাজ্য ।ত্রিপুরার তিনদিকেই বাংলাদেশের ঠিকানা ।রাজধানী থেকে কিছুটা দূরে দূর্জয় নগরে আমার জন্ম ।ছোটবেলা আমি খেলাধুলা করতাম।গ্রামের প্রাইমারী স্কুলে শিক্ষা শুরু ।ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে।স্নাতক ও স্নাতকোত্তর মহারাজা বীরবিক্রম কলেজে।এরপর কোলকাতা নদীয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা বিজ্ঞানে মাস্টার্স ডিগ্রী অর্জন করি। ১৯৯৬ সালে শিক্ষা দপ্তরে পোস্ট গ্র্যাজুয়েট পদে শিক্ষকতা শুরু করি।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*