প্রেমে পড়া

-খন্দকার আরশাদুল বারী

∞∞∞∞∞∞∞∞

আমি এখনো প্রেমে পড়ি

প্রতিদিনই

কখনো সিনেমার অভিনয়ের

কখনো বা খেলার

কখনো বা প্রকৃতির

কোন না কোনভাবে প্রেমে প‌ড়ি

প্রতি‌দিনই

কোন গল্পের কোন গানের

কিংবা কোন কবিতার

আ‌মি প্রেমে পড়‌তে চাই অলস সম‌য়ের

বাস্তবতার, সব‌কিছুর!

শুধু নারীর প্রেমে – নাহ্

মন ভয় পায়, সায় দেয় না !

কেন জানি মনে হয় নারীর প্রেম

বোঝার ক্ষমতা আমার নেই

এই হাসবে এই হাসাবে

এই কাঁদবে এই কাঁদাবে

খুব ভালবাসবে

আবার হঠাৎ করে এত দূরে সরিয়ে দেবে

মনে হবে পৃথিবীতে প্রেম কেন এ‌সে‌ছি‌লো

তাই নারীর প্রেমে ডুব‌তে আমার ডর লা‌গে!

নারী ভালবাসলে এমন ভাবে ভালবাসে

পৃথিবীটাই স্বর্গ ম‌নে হয়!

আবার যখন দুঃখ দেয়

তখন দুচোখ প্লা‌বিত হয়

ওরা কাছে টানলে এতটাই আপন করে নেয়

নিজের হৃদয়ও বুঝি এত আপন হয় না

ওরা দূরে সরালে এতটাই দূরত্ব বাড়িয়ে দেয়

সাত আসমানের দূরত্ব হার মেনে যায়

তাই ও‌দের প্রেমে পড়তে আমার বড্ড ভয়!

বরং আমি প্রেমে পড়বো উৎফুল্ল বিকেলের

কিংবা দিগন্তে মিশে যাওয়া রক্তিম সূর্যটার !

কোন একদিন সন্ধ্যার অন্ধকারকে

ডেকে বলবো ভালোবাসি তোমায়

মিটি‌মি‌টি সন্ধ্যাতারা কে বলব ইশারায়

প্রেম জমা রয়েছে তোমার জন্য এই বুকের আঙিনায়

নিশুতি রাতের একাকীত্বকে বলবো না হয়

সিগারেট হাতে চায়ের সাথে পড়েছি তোমার মায়ায়

প্রেমে আমি পড়বোই প্রতিদিনই হাজার নতুন বাহানায়।

∞∞∞∞∞∞∞∞

কবি পরিচিতিঃ

কবি জন্মগ্রহণ করেছেন ১৯৯২ সালের ডিসেম্বর মাসের ১২ তারিখে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বউলবাড়ী গ্রামে । পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। বর্তমানে শিক্ষকতা পেশার সঙ্গে জড়িত। শিক্ষকতার পাশাপাশি টুকিটাকি কবিতাও লিখেন ।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*