কৃতকর্মের গৌরব
-বিজয়া মিশ্র
∼∼∼∼∼∼∼∼∼∼∼∼
কালের নিয়মে কতকিছু হয় মলিন
ঝরা পাতার মর্মর ধ্বনি বাজে,
সৎকাজ তার নিজস্বতায় ভাস্বর
অনন্তকাল সকল চিত্তে বিরাজে।
কর্ম নিশিদিন সজীব প্রাণের ধর্ম
কর্ম ছাড়া অচল প্রবহমানতা,
কর্ম নিজ ব্যাপ্তিতে আনে নবোদয়
কর্ম করতেই হয় যার যেমন ক্ষমতা।
কর্মের সাথে যুক্তি বুদ্ধি সামর্থ্য,
পরিবেশ পরিস্থিতি দেশ কাল জড়িয়ে,
মননশীলতা কর্মে আনে জৌলুস
কৃতকৌশল ব্যক্ত আপন পরিচয়ে।
কর্মের সাথে দেহ ও মনের শ্রম
হোক ইতিবাচক কিংবা নেতিবাচক,
লক্ষ্যপূরণ হলেই তা হবে সুখকর
এমন ভাবনা একান্তই নিরর্থক।
কর্মে থাকুক সততা নিষ্ঠা বোধ
সেটাই হবে এগিয়ে চলার সোপান,
নিজের সঙ্গে অন্যের কিছু উপকারে
কর্মের ধর্ম রবে চিরদিন অম্লান।
∼∼∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি-
বিজয়া মিশ্র পাহাড়ী র জন্ম পূর্ব মেদিনীপুর জেলার উত্তর কোটবাড় গ্ৰামে।পিতা স্বর্গীয় মুক্তিপদ পাহাড়ী ,মাতা স্বর্গীয়া মাধবীলতা পাহাড়ী।প্রকৃতির শ্যামলিমায় গ্ৰাম্য পরিবেশের মুক্ত হাওয়ায় আশৈশব লালিত। বর্তমানে কলকাতাবাসী ।যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষায় স্নাতকোত্তর। লেখালেখি,আবৃত্তি,বক্তৃতা, সঞ্চালনা,লেখালেখির সূত্রপাত বিদ্যালয় জীবন থেকেই,শিক্ষিকাগণের উৎসাহে।চরম দারিদ্রের মধ্যেও সব বাধা টপকে যাওয়ার অদম্য স্পৃহা আশৈশব পায়ের তলায় মাটি খুঁজে নিতে সাহায্য করেছে। বাংলা ভাষা ছড়াও চিকিৎসা বিষয়ক একটি শাখায় স্নাতক হিসেবে শিক্ষা সম্পূর্ণ ক’রে দীর্ঘদিন চিকিৎসা বিষয়ক শিক্ষকতা,পরে স্কুল শিক্ষায় যোগদান -সব মিলিয়ে বৈচিত্র্যময় পথচলা ভাবনার রসদ যুগিয়েছে,যুগিয়ে চলেছে।প্রাত্যহিক জীবনযাত্রাই কবির কবিতা,গল্প ও অন্যন্য লেখার উপজীব্য। নমস্কার, ধন্যবাদ।