নতুন বছর
-বি এম মিজানুর রহমান
∼∼∼∼∼∼∼∼∼∼∼
বারো মাসের একটি বছর
ডিসেম্বরে হলো শেষ,
নতুন বছর আসছে ভাই রে
সুখে কাটুক সবার বেশ।
নতুন বছর নতুন স্বপ্ন
বুনে থাকে সকল লোক,
নতুন বছর ভুলতে চায় সে
না পাওয়ার ওই সকল শোক।
নতুন বছর শুরু হবে
জানুয়ারি মাসে তাই,
ডিসেম্বরে থার্টিফাস্টে
দুঃখ বিদায় দিতে চাই।
সুস্বাগত জানায় সবে
নতুন বছর প্রতি বার,
তবু কেন মানুষের ভাই
বছর শেষে হয় যে হার?
দোরগোড়ায় আজ আসছে আবার
ইংরেজিতে নতুন সাল,
মনের চাওয়া পূরণ করে
কাটাক সবাই সুখে কাল।
∼∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতিঃ
বি এম মিজানুর রহমান নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কোটাকোল গ্রামের একটি সম্ভান্ত্র মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি কে ডি আর কে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিজ্ঞান হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রিয় উপহার নামে কবির একটি একক কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে এবং অসংখ্য যৌথকাব্য প্রকাশিত হয়েছে।