হেমন্তের গ্রাম

-মোহাম্মদ নাসির উদ্দিন

∼∼∼∼∼∼∼∼∼∼∼

সোনালী ধানের সমারোহ মাঠে

মুঠোফোনে দেখ ছবি,

যাবিরে বন্ধু আমাদের গাঁয়ে

দেখিতে সোনার রবি।

সোনা ঝরা ধান কৃষকের গান

রাখালী বাঁশির সুর,

কাঁদা মাখা গায়ে ছোট মাছ লয়ে

ছেলেরা ফিরিছে দোর।

কৃষাণী ব্যস্ত উঠোন সাজাতে

গোলা মেরামতে চাষা,

গাছের ছায়ায় শীতাতপ বায়

ঝিয়ারী খেলিছে পাশা।

শালিক, চড়ুই, বাবুই পাখির

খুশিতে পরান দুলে,

দল বেঁধে ছুটে আমনের ক্ষেতে

কিচিরমিচির বোলে।

মাথায় আঁটি মুখে গাজির গান

কোমড়ে গামছা বাঁধা,

আঁকা-বাঁকা পথে দল বেঁধে চলে

সামনে হাটিছে দাদা।

শারদ রাতে চাঁদের জোছনায়

গা ভিজানো কলরব,

ধানের ন্যাড়ায় শুইয়া দেখিবো

নবান্ন উৎসব।

∼∼∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি :

মোহাম্মদ নাসির উদ্দিন গ্রাম+ডাকঘর: বেড়াখলা উপজেলা: ব্রাহ্মণপাড়া জেলা: কুমিল্লা। আমি একজন শিক্ষক। লেখালেখি আমার প্রিয় শখ। আমি দৈনিক ইত্তেফাক পত্রিকায় নিয়মিত শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে লিখে থাকি।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*