সোনা ইতিহাস
-মীর সেকান্দার আলী খোকা
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
একটা নদী চেয়েছি নিজের করে,নদী পেতে বয়ে ঝঞ্ঝা
কেটেছে জনম।
মনে হল চাঁদ ধোয়া জল এসে
স্পর্শিত হল পা’য়ে।
কোমল আবেশ,
খুশি যেন আলিঙ্গনে হাঁটছে পথ।
পথের সংকীর্ণতা বুঝিনি,
দূর দৃষ্টিতে বোঝা যায় পথের সরুতা।
কে দেখে চেয়ে!
সময়ের চোরাবালি টেনে নেয় পথিককে।
রাহু গ্রাসের ছায়া ছেয়ে যায়
ঝোলে সোনার পথিক মৃত্যু রশিতে।
কে যেন কাঁদে, শুনি অধ্বনিত শব্দে
লক্ষ্য শব্দ একত্রে আমাকে জ্বালা দেয়,
ঘুমোতে পারিনা।
পায়রা ওড়ে স্বাধীন স্বগৌরবে,
শকুন চোখ,নখের থাবা ছিড়ে খায় পায়রাকে
মেদী পায়রা বেওয়ারিশ হয়, কলঙ্ক টানে বীরাঙ্গনায়।
উঠোন জুড়ে হাহাকার, সোনালী অতীত খোঁজে ওরা
কলমে আঁচড়কাটি, টেনে ধরে কলম
বলে,আমাদের কথা লিখে যেও সত্যের আঁচড়ে।
চোখ ভিজে যায়, ভাঙে বুক,
ভাবি কি করে যে নির্মম হলাম! নির্মমতা ভাঙে কলম,
ভেঙে লিখে যাই, লিখে যাব,
সত্যের আচরে কাটা সোনা ইতিহাস।
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি-
জন্ম তারিখ: ১৬ জুন, ১৯৬৬ ইং, বিভাগীয় শহর রাজশাহী। রাজশাহী অঞ্চলেই বেড়ে ওঠা শৈশব কৈশোর,৫ ভাই, ৩ বোন, আমি ৭ ম। ছোট থেকেই লেখাতে অভ্যস্ত, লেখার নিয়মিত পত্রিকা গুলো-দৈনিক সানসাইন রাজশাহী, দৈনিক উত্তরা ও সংজ্ঞা দিনাজপুর, সপ্তাহিক জনরব+চলচ্চিত্র,ঠাকুরগাঁও, মাসিক ম্যাগাজিন একদিন প্রতিদিন+প্রিয়তমেষু ঢাকা।
বর্তমানে বেশ কটি অনলাইন পত্রিকায় লিখছি এর মধ্যে অন্যতম কবিতার পাতা। আমার একক কাব্যগ্রন্থ আলো ছায়া ২৫শে বই মেলাতে থাকছে ইনশাল্লাহ। পিতা মরহুম মীর মোক্তার আলী একজন সরকারি কর্মকর্তা ছিলেন, মাতা মরহুম লতিফা খাতুন।