তবু মনে রেখো

-মীনা কুণ্ডু

∞∞∞∞∞∞∞∞∞

হৃদয়ের খোলা পাতায় মন ছিলো বাঁধা

দমকা হাওয়ায় চলত উত্তাল কথার ধাঁধা

ভালোবাসা ও প্রেম ছিলো একসুত্রে গাঁথা

হাটের মাঝে ঝাপসা হলো জমানো ব্যথা।

স্মৃতির ফাঁকে ধরেছে চির বাজে যন্ত্রনার সুর

গানের সুরে কেটেছে তাল যেন লাগে বেসুর ,

তবু মনে রেখো সদাই তোমারে বেসেছি ভালো

চলার পথে দুঃখের ভার যতই হোক না কালো।

সাদা খাতার ক্যানভাসে এঁকেছি তোমার ছবি

কেবল মনে মনে বলেছি তুই আমার বন্ধু হবি?

জীবন সাথী হয়ে একসাথে ভালোবেসে যাবো বিপদের সম্মুখীন হলে দুহাত বাড়িয়ে দেবো।

যেখানেই থাকো সুখে থেকোএই করি কামনা

ফিরে এসো মোর দুয়ারে রয়েছে মনের বাসনা,

ঝড় বৃষ্টি তুফান তুচ্ছ করে হাঁটবো মোরা পথ

পূর্ণ হবে মোদের অনেক আশা পুরবে মনোরথ।

মান অভিমান ঝগড়া ভুলে থাকবো একসাথে

তোমারি জন্য পলাশ ফুলের মালা রেখেছি গেঁথে,

প্রিয় থাকবো অপেক্ষায় খোলা বাতায়নে বসে

এবার বাঁধবো তোমায় ভালোবাসর ডোরে কষে।

কতক্ষণ কাটিয়েছি মোরা রজনীগন্ধার সুবাসে

সময় বয়ে গেছে নদীর স্রোতের মতো নিমিষে,

চোখের জলে ভাসে দুকূল হৃদয় হয় ব্যাকুল

তবু মনে রেখো দুজনেই অনেক করেছি ভুল।

∞∞∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি-

আমি মীনা কুণ্ডু। হুগলি জেলার বাসিন্দা আমি। ছোটো থেকে বড় হয়ে ওঠা হুগলি জেলাতেই। স্কুল কলেজ পড়াশনা সব কিছু হুগলিতে। বিবাহ সূত্রে কলিকাতায় বসবাস করি। কবিতা গল্প আমার লিখতে পড়তে ভালো লাগে।

Leave a reply

  • Default Comments (0)
  • Facebook Comments

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*