কাঁটাতার

-বিজয়া মিশ্র

⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃

নিশুতি রাতে বাজ পড়ার মতো বিকট শব্দে

ঘুম চোখে দুঃসহ আতঙ্ক গিলে পেরিয়েছি তাজা রক্তের নদী

যা পেয়েছি হাতের সীমায় তাই নিয়ে পড়িমরি দৌড়

চালের কৌটো, বাসন দু চারখানা, এক হাঁড়ি পান্তাভাত

উঠোনে বেঁধে রাখা ছাগল

ঝুড়ি চাপা দেওয়া মুরগির ছানা

আঁচলে বেঁধেছি পরাণ আর দু চারটে কাঁচা টাকা।

অবসর চাওয়া কাঁথার পোঁটলায় ক’মুঠো চিড়ে মুড়ি

কোমরের ট্যানা কাঁধে বয়ে চলি ভোরের আজান দূরে ফেলে।

বেশ ছিল খেত খামার, বলদ টানা ভাগ চাষ

ঘামে ভেজা অন্নভূমি

অভয়া আর নাশিমার খেলার পুতুল

কেড়েছে ধর্মশত্তুর পেশির জোরে, আজন্মের ভিটেয়…

তাল সুপুরির পাতা নড়া আব্দার

এ না কি আমার দেশ নয়!

পিঠে সাঁটা তকমায় উদ্বাস্তু নম্বর

কাঁটাতার উনুনের আঁচ নিল কেড়ে রক্তের দক্ষিণায়

আজন্মের আধো বুলি পড়ে আছে পেছনের কোলে

হেঁটে চলি রাত দিনের বুক চিরে

এক দেশ, এক উনুনের আঁচ,ভিটেমাটির আলো

তবু আরো চলি আলোহীন আবছায়

পিছে পথে পড়ে থাকে রোদ্দুর চাহনি

ওই সীমানার ওপারে…!

মনে মনে খুঁজি আমার দেশ, আমার ভিটে, ফসলের গাদা, আমার নোনতা জীবন…

⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃

কবি পরিচিতি-

বিজয়া মিশ্র পাহাড়ী র জন্ম পূর্ব মেদিনীপুর জেলার উত্তর কোটবাড় গ্ৰামে।পিতা স্বর্গীয় মুক্তিপদ পাহাড়ী ,মাতা স্বর্গীয়া মাধবীলতা পাহাড়ী।প্রকৃতির শ্যামলিমায় গ্ৰাম্য পরিবেশের মুক্ত হাওয়ায় আশৈশব লালিত। বর্তমানে কলকাতাবাসী ।যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষায় স্নাতকোত্তর। লেখালেখি,আবৃত্তি,বক্তৃতা, সঞ্চালনা,লেখালেখির সূত্রপাত বিদ্যালয় জীবন থেকেই,শিক্ষিকাগণের উৎসাহে।চরম দারিদ্রের মধ্যেও সব বাধা টপকে যাওয়ার অদম্য স্পৃহা আশৈশব পায়ের তলায় মাটি খুঁজে নিতে সাহায্য করেছে। বাংলা ভাষা ছড়াও চিকিৎসা বিষয়ক একটি শাখায় স্নাতক হিসেবে শিক্ষা সম্পূর্ণ ক’রে দীর্ঘদিন চিকিৎসা বিষয়ক শিক্ষকতা,পরে স্কুল শিক্ষায় যোগদান -সব মিলিয়ে বৈচিত্র্যময় পথচলা ভাবনার রসদ যুগিয়েছে,যুগিয়ে চলেছে।প্রাত্যহিক জীবনযাত্রাই কবির কবিতা,গল্প ও অন্যন্য লেখার উপজীব্য। নমস্কার, ধন্যবাদ।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*