দুঃখীর কষ্ট
-মোঃ আবু তাহের মিয়া
∼∼∼∼∼∼∼∼∼∼∼
দৃষ্টি এড়িয়ে চল তুমি
দেখনা কাউকে পাশে,
দুঃখে জর্জরিত মানুষগুলো
থাকে তোমার আশপাশে।
বৃষ্টির মত ঝাঁপিয়ে পড়
মায়া করে সবার উপর,
ঐ দূর গগনের নীলের দৃশ্যে
যেমন শান্তি পায় অন্তর।
মনে রেখ,দহনের জ্বালা
সহ্য করা বড়ই কঠিন,
ভালবাসায় নিভিয়ে দাও
দুঃখীর কষ্ট ওরে নবীন।
ঐ নীলের মেঘেরা বেড়ায়
দিতে শান্তির ছায়া,
সৃষ্টির সেরা মানুষ হয়ে
অপরের তরে বিলাও মায়া।
প্রভু যখন দেখবে তোমায়
পরের তরে দাও বিসর্জন,
মহান রবের দরবারে
তুমিই হবে তাঁর বড় আপন।
∼∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতঃ
নাম- মোঃ আবু তাহের মিয়া,পিতাঃ মরহুম মোঃ মজিবুর রহমান.আমি নরসিংদী জেলার শিবপুর উপজেলার, পাড়াতলা শিকদার আব্দুল মান্নান উচ্চ বিদ্যালয়ে ইসলাম ধর্মীয় শিক্ষক হিসেবে কর্মরত আছি,জন্মতারিখ -০৩/১১/১৯৬৯ইং, শিক্ষা- মাদ্রাসা থেকে তাফসীর, হাদিস ও ফিকাহ, তিনটি বিষয়ে কামিল পাস করি,ঢাক কবি নজরুল সরকারি কলেজ থেকে ইসলামি স্টাডিজ-এর উপর বি,এ অনার্স, এম,এ পাস করি, ঢাকা ইউনিভার্সিটির অধীনে। বি,এড জাতীয় বিশ্ববিদ্যালয়। ডি,এইচ,এম,এস হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ, জয়কালী মন্দির, ঢাকা। খতিব-রাজাবাড়ি মৌলভী বাড়ি জামে মসজিদ, রায়পুরা,নরসিংদী। গ্রাম ঃ পাইকসা,৩২/২,ওয়ার্ড নং-০৫,রোডনং-০১ ডাকঘরঃ ঘোড়াশাল পৌরসভা,উপজেলা ঃ পলাশ,জেলাঃ নরসিংদী। কবিতা লেখা আমার সখ,ছাত্র জীবনে একটি ধর্মীয় বই লেখি, “নাম ফতোয়ায়ে নূরে মোহাম্মদী”।