আরেকটি বছর ২০২৪

-হাসান জামান

∼∼∼∼∼∼∼∼∼∼∼

এমনি এমনি কেটে গেলো আরেকটি বছর –

একঘেঁয়ে বৈচিত্র্যহীন সাদা ক্যানভাসে

পুরানো দিনের কিচ্ছা কাহিনী লিখে

হাসি কান্না অভিমান ছড়িয়ে চতুর্দিকে

জীবন থেকে ঝরে গেলো হিরণ্ময় সময়

রেখে গেলো অন্তহীন প্রতীক্ষায় অবিন্যস্ত অক্ষর !

এমনি এমনি কেটে গেলো আরেকটি বছর!

আমিও চেয়েছি এই নিরামিষ শহর ছেড়ে

অন্য কোথাও চলে যেতে

তুষার ঝড়ে দুমড়ে মুচড়ে যাওয়া পৃথিবী ছেড়ে

পরিযায়ী পাখির ঝাঁকে মিশে যেতে

রৌদ্রময় নতুন কোনো দেশে

নতুন ঠিকানা ফিরে পেতে!

বুকের ভেতর বাজে অনন্তের বাঁশি

বিরামপুরের শেষ ট্রেনে আমি উঠে পড়লাম

তোমারাও এসো হিসেব নিকেশ মিলিয়ে

নন্দিত নরকে কিছু সুখ দুঃখ বিলিয়ে

কাটিয়ে আরও কয়েক টি মুহূর্ত, মলিন ধূসর

যেমনি ভাবে কেটে গেলো চব্বিশের

অগ্নিগর্ভ স্মৃতি , দিন মাস সৌর বছর!

∼∼∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি ঃ

কবি হাসান জামান এর আসল নাম মুহঃ হাসানুজ্জামান। তিনি নওগাঁ জেলায় জন্মগ্রহণ করেন ১৯৬৭ সালে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্র বিজ্ঞান ও এল এল বি ডিগ্রি অর্জন করেন। কর্ম জীবনে একজন ব্যাংকার। ইসলামী ব্যাংকের ভাইসপ্রেসিডেন্ট হিসেবে দিনাজপুর শাখায় কর্মরত আছেন। লেখালেখির প্রতি আশৈশব ভালো লাগা। এই ভালোবাসা থেকেই পত্র পত্রিকা ও অনলাইনে কবিতা গল্প লিখেন।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*