এ আমার নতুন বাংলাদেশ

-রীনা

∼∼∼∼∼∼∼∼∼∼∼

এ যেন আমার এক

নতুন বাংলাদেশ

এখানে ভালোবাসা কভু,

হবে না শেষ।

হাতে হাত রেখে আজ

চলবে সবাই

সাদা কে সাদা

আর কালোকে কালো, বলতে চাই।

অন্যায়ের কাছে নতি স্বীকার করার দিন হবে শেষ,

এ যেন আমার নতুন বাংলাদেশ।

এখানে ধর্ম, বর্ণের রইবে না ভেদাভেদ

ধনী-দরিদ্রের মাঝে জাগ্রত হবে না বিভেদ।

নববর্ষের শুভ সূচনায় জানালাম শান্তির বার্তা

প্রতি মুহূর্তে জাগরিত হবে, সবার হৃদয়ে উদার মহানুভবতা।

ভালোবাসা আর কভু হবে নাকো শেষ,

এ আমার নতুন বাংলাদেশ।

∼∼∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি-

আমি রীনা। সাহিত্য জগতে লিটলম্যাগ সূচনা পত্রিকার মধ্য দিয়ে আমার লেখালেখির যাত্রা শুরু। ২০০৭ সালে আমার প্রথম উপন্যাস জীবন গল্প প্রকাশিত হয়। এছাড়া যৌথ উদ্যোগে বেশ কিছু কবিতার বই প্রকাশিত হয়েছে। দীর্ঘ বিরতির পর এবার একুশে বইমেলায় যৌথ উদ্যোগ একটি কবিতার বই প্রকাশিত হয়েছিল। বর্তমানে কবিতার পাতার সাথেই আছি। শত ব্যস্ততার মাঝেও কবিতার পাতাকে নিয়মিত লেখা দেবার চেষ্টায় থাকি। পাঠকদের ভালোবাসাই লেখালেখির অনুপ্রেরণার মাত্রা কে দ্বিগুণ করে দেয়। দেখতে দেখতে আরো একটি বছর জীবন থেকে চলে যাচ্ছে। দোয়া রাখি সবার নতুন বছর আনন্দে কাটুক। সবাই সুস্থ থাকুন কবিতার পাতার সাথেই থাকুন। লাইক, কমেন্টে অবশ্যই প্রতিক্রিয়া জানাবেন। ধন্যবাদ সবাইকে।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*