সহ্যের খ্রীষ্টাব্দ তুমি

-পীতবাস মণ্ডল

♦♦♦♦♦♦♦♦♦♦

যতটুকু জানি, তোমারে প্রভু

ছিলে তুমি ঈশ্বরের বার্তা বাহক ,

পবিত্র আত্মায় ছিল না কলঙ্কের দাগ

মানুষের হিতে তুমি ছিলে সরল সহায়ক ।

তুমি সত্য, তুমি সুন্দর জানি

ছিলে তুমি অনন্ত শান্তির উপাসক ,

আদর্শ প্রাণে ছিল না তোমার হিংস্রতা

জীবের পরিত্রাণে তুমি ছিলে বিঘ্ন নাশক ।

বেথলেহেমের মাটি, ছিল খাঁটি

ছিলে তুমি মেরি মায়ের গৌরব গাঁথা ,

উদার সহানুভূতিতে ছিল না তোমার হিংসা

আলোর উত্তরণে তুমি ছিলে ঐশ্বরিক বারতা ।

ক্ষমার উপমা তুমি, তুমি মুক্তি

ছিলে তুমি অজ্ঞানীর অজ্ঞতা নিবারক ,

নির্লিপ্ত সরলতায় ছিল না তোমার কার্পণ্য

মৃত্যুর আঘাতেও তুমি ছিলে সহ্যের খ্রীষ্টাব্দ !

সেই পূণ্য ভূমি, চরণ চিহ্ন চুমি

আজও সৌরভে ছড়ায় তব সুখ্যাতি ,

সেই আস্তাবল এখনও হারায়নি মনোবল

ত্যাগের মন্ত্রে প্রতিটা মুহূর্ত হয় সত্যের পোয়াতি ।

♦♦♦♦♦♦♦♦♦♦

কবি পরিচিতি –

নাম – পীতবাস মণ্ডল,গ্ৰা+পোঃ – যোগেশ গঞ্জ , জেলা উঃ ২৪ পরগনা । বাংলা সাহিত্যের প্রতি অগাধ ভালোবাসা আর পাঠকের অনুপ্রেরণা লিখতে ভাবায় ।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*