স্মৃতির শ্বাস
-শ্রী স্বপন কুমার দাস
∞∞∞∞∞∞∞∞∞∞
ছোট্ট বেলার স্মৃতির শ্বাস
শীতের আমেজ মাখে,
মায়ের মিষ্টি আঁচল গন্ধ
ঘুরেফিরে ভাসে নাকে।
লেপটি ঢেকে মাকে জড়িয়ে
রাত কাটাতাম সুখে,
শত আপদ বিপদ রুখে
আগলে রাখতো মা বুকে।
পিঠে পুলির স্বাদ ভুলেছে
রসনা উদর দুই,
মায়ের হাতে নলেন গুড়ের
সেইস্বাদ মুখে নেই।
ঢেঁকি উঠেছে উঠোন থেকে
দোচালা বাড়ি নেই,
একান্নবর্তী পরিবার মুছে
দুখে কাল কাটাই।
∞∞∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি-
কবি- শ্রী স্বপন কুমার দাস
পিতা- স্বর্গীয় সন্তোষ কুমার দাস
মাতা- শ্রীমত্যা কল্ল্যাণী দেবী
গোপীবল্লভপুর/ঝাড়গ্রাম/পশ্চিমবঙ্গ
ভারতবর্ষ।