আপনার আপনি
-:বিপ্লব-শামীম
≈≈≈≈≈≈≈≈≈
নিজেকে কখনো ভাবতে নেই
আপনি অবহেলিত,
ভাবতে শিখুন
আপনি সবদিক থেকেই উন্নত।
কেন নিজেকে ভাব্বেন
আপনি অনাকাঙ্ক্ষিত?
অভাব খুব সাময়িক
কাজ দিয়েই অভাবকে করুন প্রতিহত।
কেন নির্ভরশীল হবেন অপরের
যে নাকি বুদ্ধিতে আপনারই মতো?
উন্নত মস্তিষ্কের অধিকারী আপনি
তাকে কাজে লাগান যথাযথ।
সন্তুষ্ট থাকুন আপনার বর্তমানে
আফসোস থেকে থাকুন বিরত,
খুঁজুন সফলতার পথ অলিগলি
হতাশা নিজেকে নিজেই করে আহত।
চলার পথে অভাব নেই লোকের
কথা বলে উপদেষ্টার মতো,
পথ কিন্তু আপনাকেই হবে হাটতে
নিজেই নিন, আপনি আপনার সিদ্ধান্ত।
পাড়লে পাশে দাড়ান
যারা অবহেলিত নিগৃহীত,
সাধ্যের বাইরে নেই প্রয়োজন
যাতে আপনিই হোন ক্ষতিগ্রস্ত!
যত্ন নিন আপনাকে আপনি
ফুটিয়ে তুলুন আপনি যথাযথ,
সুদিনে ভুলে যাবেন না অতীত
আচরণে হোন সব সময় সংযত!
≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিত :
আমি দেওয়ান শামীমুল ইসলাম। ‘শামীম’ নামে ডাকতো দাদা, নানা ডাকতো ‘বিপ্লব’। বাংলাদেশের টাঙ্গাইল জেলা অধীনস্থ বাসাইল উপজেলার তিরঞ্চ গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে আমার জন্ম। জন্মসাল – ১৯৭১। বাবা – মরহুম মাওলানা আনোয়ারুল ইসলাম ছিলেন স্বনামধন্য একজন প্রধান শিক্ষক, অনেক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, রাজনীতিবিদ, সমাজ সেবক এবং ইসলামী স্কলার। মা – মরহুমা রওশন আরা বেগম শিউলি। আইসড়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, সরকারী সা’দত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি (গণিত)। পেশা – শিক্ষকতা। বর্তমানে সৌদিআরবে কর্মরত। মূলত শখের বসেই লেখালেখি। প্রকৃতির সান্নিধ্য ও এর বিশালতা আমাকে মুগ্ধ করে।