স্মৃতি আসে মেঘ ভাসে

-অরুণ কুমার মহাপাত্র

∼∼∼∼∼∼∼∼∼∼

কুমারী মাঠ সারাদিন শুয়ে আছে …

গাছের পাতার ফাঁকে রোদ আসে

হামাগুড়ি দিয়ে …

উড়ুক্কু পোয়াতী মেঘ ভেসে যায়

চোখের পলকে … !

বৃষ্টি পুরুষ এলে ঋতুমতী হবে মাটি ।

দখিনা হাওয়ায় আজ নতুন পাতার গান …

ভেসে আসে ফসলের ঘ্রাণ

এক ঝাঁক ফিঙে , পাখিদের সাথে করে

আলাপন … ।

স্মৃতি আসে মেঘ ভাসে বৃষ্টির সাথে গা কাঁপিয়ে মাটির মিলন ।

ভালোবাসার প্রথম স্পর্শের ছোঁয়া জাগায়

শিহরণ … !

পৃথিবীর স্নেহাদৃত মেঘ বর্ষায় সৃষ্টির নাচন ।

∼∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি ঃ

অরুণ কুমার মহাপাত্র , জন্ম ঃ ৬ ফেব্রুয়ারী ১৯৫১ , ওড়িশার একটি মধ্য ইংরাজি স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক । অবসরের দশ বছর পরে কলম ধরেন । জীবন যাপনে নদী সুবর্ণরেখার প্রভাব… নদী সুবর্ণরেখা জানে সে কথা । মান্য বাংলায় নেখা কবির কবিতা বহু পত্র পত্রিকায় প্রকাশ পেয়েছে । এখনো তিনি লিখে চলেছেন । সুবর্ণরৈখিক বাংলায় লেখা কাব্যগ্রন্থ আছে । অনেকগুলি প্রকাশিত‌ কাব্যগ্রন্থ রয়েছে ও আরও বেশ কয়েকটি প্রকাশের অপেক্ষায়।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*