কবিতার পাতা ভিন্ন কথা বলে
-আবুল হাসমত আলী
∞∞∞∞∞∞∞∞
মানব সমাজ আজ দারুন সমৃদ্ধ,
জ্ঞানের বিকাশ দ্বারা তা হয়েছে সাধ্য।
দ্রুতগামী ট্রেনে তারা করে ঘোরাঘুরি,
অ্যারোপ্লেন সেথা আরো খুব দরকারী।
মহাকাশ যাত্রা আজ নয় যে বিরল,
রকেটের উৎক্ষেপণ হয় কি বিফল?
সুপার কম্পিউটারের যুগে আছি মোরা,
মানব সভ্যতা তাই ঊর্ধ্বে উঠে খাড়া।
ইন্টারনেটের এ যুগে পেলাম কত কী,
পার্কার এখন সূর্যে জমিয়েছে পারি।
অপরদিকে ব্রম্ভাস্ত্র ছুটছে পাল্লা দিয়ে,
ক্ষেপণাস্ত্রের পাল্লাতে সবে মাথা তোলে।
এ তো আত্মহননের ধ্বংসলীলা চলছে,
প্রতিযোগিতায় মোরা আছি সদা উচ্চে।
কিন্তু কবিতার পাতা ভিন্ন কথা বলে,
মানবিকতার ধাঁচে পুরোপুরি চলে।
মনুষ্যত্বের জয়গান গাইতে তারা ব্যস্ত,
মানব বন্ধন গড়তে তারা কর্মরত।
পৃথিবীতে শান্তি আনতে তারা অগ্রগামী,
সেথা যুক্ত আছে ব্যক্তি কত নামি দামী।
সভ্যতা, মানবিকতা চলে পাশাপাশি,
কবিতার পাতা সেথা বড় হাল চাষী।
∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি:
আমি, আবুল হাসমত আলী, পিতা- সেখ আতর আলী, মাতা- ইন্নান্নেসা বিবি, ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলায় বাস করি। আমার গ্রামের নাম ‘এরুয়ার’ যেটা ভাতার থানার অন্তর্গত। আমি ১৯৭৪ সালের ৩রা ফেব্রুয়ারি জন্মগ্রহণ করি। আমি প্রকৃতি ভালোবাসি, ভালোবাসি পৃথিবীর মানুষকে ও জীবজগতকে। আমার কাছে ধর্ম মানে মানবিকতা। তাই মানুষের মর্যাদা হানি আমাকে সর্বদা পীড়া দেয়। পৃথিবীর সকল মানুষের সুষ্ঠ শান্তিপূর্ণ জীবনের আমি কামনা করি।