মোবাইল ফোন
-রিপন অধিকারী প্রলয়
∼∼∼∼∼∼∼∼∼∼
আধুনিক যুগের মানুষ আমারা
ডিজিটাল ভাবে চলি,
পৃথিবীর সকল খবরা খবর
এখন হাতে নিয়ে ঘুরি।
অতীতের সেই বিলম্বনা
আজ মানুষের অগোচরে,
বিজ্ঞানের ছোঁয়ায় মোবাইল ফোন
এখন বাংলার ঘরে ঘরে।
মোবাইল ফোনে কথা বলি
হাসি মিটি মিটি!
পোস্ট অফিসে আসে না
আর প্রিয় তমার চিঠি ।
খুবই কাছে দুরের মানুষ
সবাই আপনজন –
কথা বলি চোখাচোখি
মোবাইলের ক্যামেরা অন।
ভিডিও ক্যামেরা বিভিন্ন আইকনে
মাল্টি মিডিয়া সেট –
বিশ্ব এখন হাতের মুঠোয়
চালু থাকে ইন্টারনেট ।
∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিত,
কবি রিপন অধিকারী প্রলয় ২০০৩ সালে ১৫ ই মার্চ ঠাকুরগাঁও জেলার, পীরগঞ্জ উপজেলার, শ্যামপুর গ্রামে জন্মগ্রহণ করেন । সে দৈনন্দিন জীবনে লেখাপড়ার পাশাপাশি চাকরির সঙ্গে সংযুক্ত আছেন। তার বর্তমান ঠিকানা: মির্জাপুর, টাঙ্গাইল, ঢাকা এবং স্থায়ী ঠিকানা: শ্যামপুর, পীরগঞ্জ, ঠাকুরগাঁও । পিতা: শ্রী পরেশ অধিকারী মাতা: কনিকা রানী রায় ।