আকাশ কুসুম
-কাজী সেলিনা মমতাজ শেলী
⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔
আকাশ কুসুম, আকাশ বলল চাঁদ কুসুমের বাড়ি যাবো,
নিবিড় যামিনী মহিমা মাঝে হাতে জোছনাও তুলে নেব।
অনেক ভালোবাসা বিলিয়ে দেব আজি সুধাসিন্দু তীরে,
ফুলেরা আঁধার ভালোবাসে, হাজার জোছনারও ভিড়ে।
আকাশ কুসুম
আকাশের হৃদয় কথা বলে,ওই কুসুমেরও কানে কানে,
ভালোবাসার অভিসার ক্ষণে ক্ষণে, চাঁদ বুঝি তা জানে।
অপরূপ সাজে সেজেছে আকাশও পথে পথে জোছনা,
মায়াজালে বেঁধেছে আকাশ কুসুম, এ নহে প্রেমবেদনা।
আকাশ কুসুম
কুসুম ফুটেছে কাননে, হৃদয়ও মাটির ওই গন্ধ বিলাসে,
হৃদয়ে দীপ জ্বলবে, আজি ভালোবাসার মাঝে পলাশে।
ব্যাকুল হৃদয় প্রেমময় বিশ্ব আকাশ তারা যেন ঘুম ঘুম,
চাঁদের কিরণ অমৃতসৌরভে, ছড়িয়ে দিল তব কুমকুম।
আকাশ কুসুম
⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔
কবি পরিচিতি-
নামঃ কাজী সেলিনা মমতাজ শেলী
গ্রাম + পোস্টঃ কপিলমুনি বাজার
থানাঃ পাইকগাছা
জেলাঃ খুলনা বাংলাদেশ