একবার ছুঁতে দাও
-বিনয় জানা
––––––––––––––––
একবার, শুধু একবার ছুঁতে দও,
বদলে অনন্ত প্রেমের কবিতা দেব;
বুকের বাঁ-দিকে ফুটে থাকা গোলাপটা
তুলে সাজিয়ে দেব কবরী!
একবার, শুধু একবার ছুঁতে দাও,
আলিঙ্গনে একবুক উষ্ণতা দেব;
কম্পমান শরীরে পৌরুষ পরশ দেব
ঠোঁটে ঢেলে দেব সঞ্জীবনী সুধা!
একবার, শুধু একবার ছুঁতে দাও,
তৃষ্ণায় সাত সাগরের জল দেব
আসমানী রঙ দেব শাড়ির আঁচলে,
রঙিন ফিতায় বেঁধে দেব অলক কুন্তল!
একবার, শুধু একবার ছুঁতে দাও
শরতে শিউলি শয্যায় শয়ান দেব;
একশো আট নীলপদ্ম দেব চপল চরণে,
একবার শুধু একবার ছুঁতে দাও…
––––––––––––––––
কবি পরিচিতি:
নাম: বিনয় জানা পিতা: ঈশ্বর সুধীর চন্দ্র জানা মাতা: ঈশ্বরী অন্নপূর্ণা জানা গ্রাম: বাড়সুন্দ্রা পোস্ট: ঈশ্বর দহ জালপাই জেলা: পূর্ব মেদিনীপুর পশ্চিমবঙ্গ, ভারত অবসরপ্রাপ্ত NTPC কর্মচারী। বর্তমানে গৃহবাসী। বাংলা সাহিত্য বিশেষ করে কবিতা পড়া কবির অন্যতম নেশা। এর সাথে কিছু কিছু লেখার চেষ্টা করে অবসর যাপনের চেষ্টা। পাঠকের সুচিন্তিত মতামত কবিকে উৎসাহিত করে।