ভালোবাসার রঙ

-মোহাম্মদ শাহজামান শুভ

⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃

ভালোবাসা শুধু শব্দ নয়, এক গভীর আবেগ,

এমন এক আলো, যা দূর করে সব অন্ধকারের লেগ।

মায়ের কোলে যেই স্নেহ মাখা উষ্ণতা মেলে,

সেই ভালোবাসা চিরন্তন, চিরস্থায়ী, হৃদয়ে খেলে।

ভালোবাসা সঙ্গীর সাথে, এক অব্যক্ত ভাষা,

যেখানে দুঃখে পাশে থাকে, দূর করে সব ক্লান্তি আশা।

নিজের ক্ষুদ্রতাকে বড় করতে শেখায়,

তুচ্ছ খুঁতগুলোকেও মধুর গানে রূপায়।

ভালোবাসা নিঃস্বার্থ, জোড় করে হয় না,

এটি আসে হৃদয়ের ডাকে, কোথাও যেন রয় না।

একটি প্রতিশ্রুতি, একে অপরের প্রতি সম্মান,

ভালোবাসা সেই পথ, যা জীবনে আনে নতুন গান।

তাই বলি, অভিনয়ে নয়, থাকুক ভালোবাসা সত্য,

নিজেকে ভালোবাসুন আগে, সেটাই মোক্ষ পথ।

সম্মান, শ্রদ্ধা, বিশ্বাসে গড়ুক ভালোবাসার ঘর,

তবেই জীবনে আসবে রঙিন প্রহর।

⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃

কব পরিচিতি- 

মোহাম্মদ শাহজামান শুভ ১৯৮০ সালের এপ্রিলের ১১ তারিখে কুমিল্লার তিতাস উপজেলার শাহাবৃদ্ধি গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি ‘শিক্ষক’,শিক্ষককতার করোনাকালীন দিনলিপি, শিক্ষকতার ঝুড়ি, শিক্ষকতার তিলক,জীবন পুতুল খেলার গল্প, কৃষি কবিতা প্রভৃতি বইয়ের লেখক।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*