তারা ভরা রাতে
-কাজী সেলিনা মমতাজ শেলী
≈≈≈≈≈≈≈≈≈≈≈
তারা ভরা রাতে, এ ভুবন হয়েছে স্বর্গের ওই মাধুরী,
পারিজাত ফুল হয়ে ফুটেছে কত না আজি আদরি।
আপনার বক্ষে স্বর্গের পক্ষে সে যে সজল আঁখির ছায়া,
জানিনা ভুবনে এত ভালোবাসা, তৈরি হয়েছে কি দিয়া।
তারা ভরা রাতে
চাঁদের খুশবুতে মুগ্ধ তারা খুশিতে আকাশও দিশেহারা,
বীণার তারে বাজে বাতাস, খুশিতে নাচে আজি এ ধরা।
তারা ভরা রাতে
সাতকাহনে মোড়ানো থাক, মনে ছিল যত ভালোবাসা,
তারা ভরা রাতে কে যেন বলে যায় ও মনের যত ভাষা।
আজি এ হিয়াতে বাজে সুর সোহাগে তারা ভরা রাতে,
তারা ভরা রাতে, কুসুম বাগে মালা খানি ভুবনের হাতে।
তারা ভরা রাতে
≈≈≈≈≈≈≈≈≈≈≈
নামঃ কাজী সেলিনা মমতাজ শেলী
গ্রাম + পোস্টঃ কপিলমুনি বাজার
থানাঃ পাইকগাছা
জেলাঃ খুলনা বাংলাদেশ